SSKM হাসপাতালে গুলিবিদ্ধ পুলিশ কর্মী! আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কিছু

হঠাৎ গুলির শব্দ হকচকিয়ে উঠলো সবাই। গুলি চললো কলকাতার সবচেয়ে নামি ও বড় সরকারি হাসপাতালে।
এসএসকেএমে (SSKM Hospital) ভিতরে চলল গুলি (Fire)। হাসপাতাল চত্বরে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী-রোগী-রোগীর পরিজন থেকে শুরু করে আতঙ্ক তৈরি হয় সকলের মধ্যে।

জানা গিয়েছে, এই ঘটনায় গুলিবিদ্ধ কলকাতা পুলিশের (Kolkata Police) এক এসআই (SI). আজ, শনিবার সকালে পুলিশ বাহিনী নিয়ে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে ডিউটিতে ছিলেন সিকিওরিটি কন্ট্রোল অফিসার। পুলিশ সূত্রে খবর, ট্রমা কেয়ার সেন্টার থেকে গুলির শব্দ শুনে ভিতরে ছুটে যান বাইরে থাকা অন্য পুলিশ কর্মীরা। সেখানে গিয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন এসআই। তার দেহের পাশেই পড়ে রয়েছে সার্ভিস রিভলবার। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে বাকি পুলিশ কর্মীরা এসএসকেমের ক্রিটিক্যাল কেয়ারে নিয়ে দ্রুত ভর্তি করায়। সেখানেই আপাতত চিকৎসা চলছে তাঁর।

আরও পড়ুন-ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায় জুতো কারখানায়, এখনও হতাহতের খবর নেই

পুলিশের প্রাথমিক অনুমান, নিজের সার্ভিস রিভলবার থেকেই গুলি লাগে ওই এসআইয়ের। কীভাবে গুলি চলল তা তদন্ত করে দেখছে পুলিশ। আত্মহত্যা করার চেষ্টা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষে।

Advt

Previous articleবিজেপির হয়ে বকলমে মাঠে গিল্ডের সেই কর্তারা?
Next articleনজরে তৃতীয় দফা, ভোট প্রচারে আজ ফের রাজ্যে মোদি