‘অভিনয় করছে পায়েল, ওঁর অভিযোগ ভিত্তিহীন।’ বিজেপির প্রচারে হামলা নিয়ে মুখ খুললেন রত্না

রবিবার সকালে প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়তে হয় বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকারকে। এদিন এমন অভিযোগ করে ঠাকুরপুকুর থানার সামনে বিক্ষোভ করেন পায়েল সরকার ও গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। তবে পায়েলের অভিযোগ অস্বীকার করে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বলেন, “বেহালা পূর্বের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পায়েল সরকারের অভিযোগ একেবারে মিথ্যা এবং অভিনয়।“

রবিবার সকালে অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী পায়েল সরকার প্রচারে বেরোন। ১৪৪ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় তাঁকে ও তাঁর দলের কর্মীদের প্রতি কটূক্তি করা হয় এবং হামলা করা হয় বলে অভিযোগ করেন পায়েল। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরপুকুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এমনকি থানায় একটি মামলাও দায়ের করেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার। মূহুর্তেই ঠাকুরপুকুর থানায় ছুটে আসেন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়।  তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উল্টে তিনি এও জানান, তাঁর দলের কর্মীদের ওপরই হামলা চালিয়েছে গেরুয়া শিবির। বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না এদিন আরও অভিযোগ করেন, তাঁদের দলের এক মহিলা কর্মীকে মারধর করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। থানার সামনে থেকে রত্না বলেন, “একমাস ধরে প্রচার চলছে। কোনওদিন কিছু হয়নি। আর ক’দিন পর ভোট বলে উত্তেজনা ছড়ানো হচ্ছে। পায়েল অভিনেত্রী, তাই অভিনয় করছে। মিথ্যা রটাচ্ছে।” এদিন এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল প্রার্থী রত্নাও ঠাকুরপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Advt

 

Previous articleবাংলায় বিজেপি ক্ষমতায় এলে এন আর সি হবে না, বললেন কৈলাস বিজয়বর্গীয় 
Next articleমাঠ কর্মীদের করোনা প্রতিষেধক দিল দিল্লি ক্রিকেট সংস্থা