মাঠ কর্মীদের করোনা প্রতিষেধক দিল দিল্লি ক্রিকেট সংস্থা

দিল্লি ক্রিকেট সংস্থা (  delhi cricket association)  তাদের সমস্ত মাঠ কর্মীদের করোনা প্রতিষেধক ( corona vaccine) দিল। মুম্বইয়ের মাঠ কর্মীরা করোনায় আক্রান্ত হওয়ার পর এমনই সিদ্ধান্ত নিল দিল্লি ক্রিকেট সংস্থা।

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল( ipl)। মুম্বই মাঠ কর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগে বিসিসিআই( bcci)। তাই ঝুঁকি নিতে চাইল না দিল্লি। তাই সমস্ত কর্মীকে প্রতিষেধক দিল দিল্লি ক্রিকেট সংস্থা। সূত্রের খবর বাকি রাজ্য সংস্থাগুলিকেও নিজের মতো করে সাবধানতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বোর্ড।

দিল্লি সংস্থার এক কর্তা এদিন সংবাদমাধ্যমে বলেন, “যে মুহূর্তে আইপিএলের ম্যাচ দেওয়া হয় দিল্লিতে, তারপর থেকেই  কোভিডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেন রোহন জেটলি। সরকারের থেকে বিশেষ অনুমতি নিয়ে প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করেন। মাঠকর্মীরা সবার আগে প্রতিষেধক পেয়েছেন। তারপর সমস্ত কর্মীদের  প্রতিষেধক দেওয়া হয়েছে” ।

আরও পড়ুন:চোটের কারনে আইপিএল থেকে ছিটকে গেলেন রিঙ্কু সিং

Advt

Previous article‘অভিনয় করছে পায়েল, ওঁর অভিযোগ ভিত্তিহীন।’ বিজেপির প্রচারে হামলা নিয়ে মুখ খুললেন রত্না
Next articleকয়লা পাচার কাণ্ডে গ্রেফতার পুলিশের বড় কর্তা