‘ওটা ডবল ডেকার সরকার নয়, ডবল চুল্লির শ্মশান’, বিজেপিকে তীব্র আক্রমণ কুণালের

‘জয় শ্রীরামে পেট ভরবে না। রোজ পেট্রোল-ডিজেল-গ্যাসের দাম বাড়ছে। দিল্লির রাস্তায় কৃষকরা এখনো বসে আছে। তাদের সমস্যা সমাধানের কোনো চেষ্টা নেই। অথচ অপদার্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) ও অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ওরা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে সরাতে ডেইলি প্যাসেঞ্জার হয়েছেন।’ রবিবার দক্ষিন হাওড়ায় জনসভায় উপস্থিত হয়ে এভাবেই বিজেপিকে(BJP) তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল(TMC) মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। পাশাপাশি রাজ্যে জনসভায় এসে ডাবল ইঞ্জিন সরকারে বিশাল উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা নরেন্দ্র মোদী, অমিত শাহদের কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, ‘ওটা ডবল ডেকার সরকার নয়, ডবল চুল্লির শ্মশান।’

রবিবার দক্ষিণ হাওড়া কেন্দ্রের প্রার্থী নন্দিতা চৌধুরীর সমর্থনে জনসভা করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। সেখানে শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তিনি। বলেন, ‘আজ ছত্রিশগড়ের ২৩ জন জওয়ান শহিদ হয়েছেন। অথচ নির্লজ্জ প্রধানমন্ত্রী ও নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী তোমরা দিল্লি থেকে বাংলায় আসছো রোজ সকাল বিকেল ভোটের রাজনীতি করতে। এদের ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপনি যদি বাপের ব্যাটা হন বাংলায় জঙ্গলমহল মাওবাদী শূন্য করে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ছত্তিশগড়কে মাওবাদী মুক্ত করুন। তবে বুঝব আপনি বাপের ব্যাটা। ঘরের ছেলেরা মারা যাবে আর ওরা এখানে এসে ভোটের রাজনীতি করবে। এটা মানা যাবে না।’

পাশাপাশি বিজেপিকে আক্রমণ শানিয়ে কুনাল ঘোষ আরও বলেন, ‘ওরা বলে বিজেপি নাকি বিশ্বের বৃহত্তম দল। অথচ রাজ্যে ২৯৪ টা আসনের প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই ওদের। তৃণমূল থেকে পচা-গলা উচ্ছিষ্টদের নিয়ে গিয়েছে। বিজেপি এখন তিনভাগে ভাগ হয়েছে। আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি।’ পাশাপাশি বিজেপির ডবল ইঞ্জিন সরকার প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ওটা ডবল ডেকার সরকার নয়, ডাবল চুল্লির শ্মশান। যদি ডবল ডেকার সরকার হবে তবে ত্রিপুরায় ওই হাল কেন? কেন উত্তরপ্রদেশের ওই হাল? এখান থেকে ন্যানো উঠে গেল বলে দুঃখ আর গুজরাটে ন্যানো কারখানার বন্ধ হয়ে গেল কেন?’

পাশাপাশি বাংলায় ভোট প্রচারে আসা যোগী আদিত্যনাথকেও একহাত নিতে ছাড়েনননি কুণাল। বলেন, ‘উত্তর প্রদেশের হাথরসে সীতাদের জায়গা হয় না। মেয়েটাকে ধর্ষণ করে খুন করে শান্তি হয়নি, তার বাবাকে গুলি করে খুন করেছে এই যোগী আদিত্যনাথের গুন্ডারা। আদিত্যনাথ এখানে আসছে আমাদের আইন-শৃঙ্খলা শেখাতে। ওকে জবাব দিয়েছে বাংলার মানুষ। ওর সভায় ১০০ টা লোক হয়নি।’ একই সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘বিরোধিতা করলে গঠনমূলক বিরোধিতা করো। তৃণমূলের ভুল কোথায় আছে দেখিয়ে দাও। তোমার রাজ্যটাকে দাঙ্গার রাজ্য করে ছেড়েছ। ওখানে কৃষকেরা আত্মহত্যা করছে। মেয়েদের ধর্ষণ করা হচ্ছে ।আর তুমি এখানে এসে বাংলার বুকে দাঁড়িয়ে জ্ঞান দেবে। আর সেটা আমরা মেনে নেব, এটা হতে পারে না।’

একই সঙ্গে একযোগে বিজেপি ও সংযুক্ত মোর্চাকে আক্রমণ শানিয়ে কুনাল ঘোষ আরো বলেন, ‘জোটের প্রার্থী নিয়ে আমার আর কিছু বলার নেই। কিন্তু সিপিএম মানে গণহত্যা, লোডশেডিং এখানকার কারখানাগুলো সব বন্ধ করেছে। কম্পিউটার তুলে দিয়েছে। ইংরেজি তুলে দিয়ে যুবসমাজের কোমর ভেঙেছে। এদেরকে ভোট দেবেন না। বিজেপিকে ভোট দেবেন না কারন ওরা সব কিছু প্রাইভেট করছে। দেশের ব্যাংককে বেসরকারি করছে। এলআইসি বিক্রি করছে। ক্ষমতায় আসার আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল কিছু পালন করেনি। এদেরকে বিশ্বাস করবেন না। বাংলার উন্নয়নের স্বার্থে মানুষের স্বার্থে তৃণমূলকে ভোট দিন। ধর্মের নামে জাতির নামে বিভাজনের রাজনীতি করে যারা তাদের বিরুদ্ধে লড়তে তৃণমূলকে ভোট দিন।’

Advt

Previous articleদুটি ফ্ল্যাট, একটি বাড়ি, হলফনামায় আর কী জানালেন অঞ্জনা?
Next articleকৃষক আন্দোলন: রোহতকে নামতে পারল না খট্টরের কপ্টার, কৃষকের ওপর চলল লাঠি