Thursday, November 6, 2025

এবার করোনায় আক্রান্ত দুই তারকা ভিকি কৌশল এবং ভূমি পেডনেকর

Date:

বলিউডে ফের থাবা বসিয়েছে করোনা(COVID 19)। সম্প্রতি অক্ষয় কুমার, গোবিন্দা সহ আক্রান্ত হয়েছেন একাধিক বলি তারকা। সেই তালিকায় এবার নাম তুললেন’ উড়ি’ সিনেমার তারকা ভিকি কৌশল এবং ‘বালা’ সিনেমার নায়িকা ভূমি পেডনেকর। তাঁরা দুজনেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। এবং নিজেদের গৃহবন্দি রেখেছেন। সোমবার তাঁদের কোভিডের খবর মিলেছে। মার্চ থেকে দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। দৈনিক সংক্রমণ দিনে দিনে নতুন রেকর্ড তৈরি করছে। যার মধ্যে মুম্বই-এর অবস্থা সবচেয়ে সংকট জনক। শুরুর থেকেই দেখা গেছে মহারাষ্ট্র, করোনা লিস্টে প্রথম স্থানে রয়েছে। লকডাইন সম্পূর্ণ ভাবে উঠলেও পরিস্থিতি খারাপের দিকেযাওয়ার ফলে আংশিক লকডাউন এবং নাইট কার্ফু করা হয়েছে বানিজ্য নগরিতে।

বলিপাড়ায় ফের উদ্বেগের ছায়া। সোমবার ভিকি কৌশলের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর পরেই সঞ্জু সিনেমার মুখ্য চরিত্রের অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করে তাঁর করোনার খবর জানান। এই প্রসঙ্গে ভিকি বলেন, আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি এবং করোনার সকল নিয়ম মেনেই চলছি। পাশাপাশি তিনি তাঁর সহকর্মী এবং নিকটজনেদের বলেন, আমার সংস্পর্শে যারা এসেছেন তাঁরা যেন নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেন। সোশ্যাল মিডিয়াতে ভূমিও জানিয়েছেন তাঁর করোনার কথা। ভূমি বলেন তিনিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। রয়েছেন আইসোলেশনে। কয়েকদিন ধরে ভূমি এবং ভিকির হালকা উপসর্গ ছিল। তাই তাঁরা টেস্ট করান। তাঁর পরেই করোনা হয়েছে বলে জানতে পারেন।

একদিকে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পেড়িয়েছে ১ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ তিন হাজার ৫৫৬ জন। এই পরিস্থিতিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। এছাড়াও সব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হার কমেছে খানিকটা।

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version