“বিজেপিতে যোগদান করা ‘শিল্পীরা’ কোথায় গেলেন? লিগাল নোটিশ দেবেন নাকি? এইবার চুপ কেন? সত্যি বলছি তোমাদের জন্য আমার করুণা হয়। তোমাদের জন্য আমি সমবেদনা জানাই।” বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিল্পীদের ‘রগড়ে দেব’ মন্তব্যের পরেই এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এর সঙ্গে শ্রীলেখা আরও বলেন, “আমার মনে হয় তোমরা খুব তাড়াতাড়ি এই লজ্জা থেকে মুক্তি পাবে না। তবে আমাদের মত বামপন্থী সমর্থকরা সবসময় তোমাদের পাশে আছি।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ্যের শিল্পীদের বিরুদ্ধে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, ‘অভিনয় ছেড়ে রাজনীতিতে এলে রগড়ে দেব!’ বিজেপি রাজ্য সভাপতির ‘রগড়ে দেব’ মন্তব্যে তাজ্জব হয়ে গেছেন টলিপাড়ার শিল্পী মহলের সকলে। দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া জবাব দিলেন শ্রীলেখা। সঙ্গে বিজেপির ‘শিল্পী প্রার্থীদের’ উদ্দেশ্য করে একটি ফেসবুক পোস্ট করে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইলে শ্রীলেখা লিখেছেন, ‘বিজেপিতে যোগদান করা ‘শিল্পী’রা কোথায় গেলেন? লিগাল নোটিশ দেবেন নাকি? এবার চুপ কেন? সত্যি বলছি আমি দুঃখিত এবং আমার করুণা হচ্ছে তোমাদের জন্য। তবুও আমার সমবেদনা রইলো। আশা করছি খুব তাড়াতাড়ি এই লজ্জা তোমরা কাটিয়ে উঠতে পারবে না। আমরা, বাম-সমর্থকরা তোমাদের পাশে আছি।’ শুধু শ্রীলেখা নন, নেটিজেনরাও ক্ষোভে ফুঁসছেন এই মন্তব্যের পর।
আরও পড়ুন- কয়লাকাণ্ডে ভাইরাল হওয়া অডিও টেপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল
