Sunday, November 16, 2025

শুরু হয়ে গেল তৃতীয় দফার নির্বাচন, সুষ্ঠু ভাবে ভোট সম্পূর্ণ করতে চায় নির্বাচন কমিশন 

Date:

ঘড়ি ধরে ঠিক সকাল ৭ টায় শুরু হয়ে গেলো ভোটগ্রহণ (West Bengal assembly election 2021)। আজ মঙ্গলবার ৬ এপ্রিল বাংলার বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট (3rd fase election)। মোট ৩১টি বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ চলছে। এই ৩১ টি আসনেই সংখ্যালঘু এবং তপশিল সম্প্রদায়ের ভোটের সংখ্যা অনেকটা বেশি। ফলে এই আসনগুলির ফলাফল কেমন হবে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া প্রথম দুই দফা নির্বাচন পর্ব মোটের উপর নির্বিঘ্নে মিটেছে। তবে এ বার আরও সতর্ক থাকতে চাইছে নির্বাচন কমিশন। তাই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তিন বিধানসভা কেন্দ্রকে। মোট ৬১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। তার মধ্যে হাওড়ায় থাকছে ১৪৪ কোম্পানি। হুগলিতে থাকছে ১৬৭ এবং দক্ষিণ চব্বিশ ৩০৭ কোম্পানি বাহিনী।

ভোটের কথা মাথায় রেখে আজ সন্ধ্যা থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার ১৬ টি কেন্দ্রে ১৪৪ ধারা জারি করেছে কমিশন। পাঁচজনের বেশি মানুষ জড়ো হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা, এই তিন জেলার ৩১ টি আসনে ভোটগ্রহণ। গত ১০ বছর ধরে ঘাসফুলের দুর্গ হিসেবে পরিচিত এই তিন জেলা। যদিও গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের হার শাসকদলকে বেশ চাপে রেখেছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেন্দ্রের কিছু ভুল নীতির জন্য এবার ভোটের সমীকরন বদলাতে পারে। এই ৩১ টি আসনের মধ্যে মোট ১৩ জন মহিলা প্রার্থী। এদের মধ্যে তৃণমূলের মহিলা প্রার্থী রয়েছেন চারজন। বিজেপির ও বামেদের মহিলা প্রার্থী দুজন। আর অন্যন্য মহিলা প্রার্থী পাঁচজন। যেহেতু রাজ্যের মোট বৈধ ভোটারের প্রায় অর্ধেকই মহিলা, সেই কারণে তৃণমূল বিজেপি উভয় শিবিরকেই নানাভাবে মহিলা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করতে দেখা দিয়েছে।

তৃতীয় দফার ভোট রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ৩১ টি আসনে তপশিলি জাতিভুক্ত অর্থাত্‍ এসসি সম্প্রদায়ের ভোটার ২৯ শতাংশ। তফশিলি উপজাতিভুক্ত ভোটার দুই শতাংশ। মুসলিম ভোটার ২৯ শতাংশ। প্রায় রাজ্যের গড় হারের সমান। এই দফায় মুসলিম ভোট একটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। যে কারণে এই সব কেন্দ্রগুলোতে বিজেপি বিশেষ একটা সুবিধা করতে পারবে না বলে মনে করছেন রাজনৈতিক গবেষক দের একটি অংশ। কিন্তু এ বার ময়দানে আব্বাস সিদ্দিকি রয়েছেন। ফলে মুসলিম ভোট ভাগের একটা ভয় থেকেই যাচ্ছে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version