Tuesday, November 11, 2025

জল্পনা জিইয়ে রেখে ঠিক তৃতীয় দফার ভোটের আগেই বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা গেল মহারাজকে। তাহলে কী গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন সৌরভ গাঙ্গুলি, সেইনিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তু কথা হল, ঠিক কার সঙ্গে দেখা করলেন দাদা?

বিজেপি প্রার্থী অশোক দিন্দা সোমবার সৌরভের সঙ্গে দেখা করার পর একটি ছবি টুইট করেন।সেখানে দিন্দা লেখেন, ‘‌দীর্ঘ সময় পর দাদার সঙ্গে দেখা।’‌ এরপরই দিন্সেদার এই টুইট ঘিরে শুরু হয়েছে রহস্য। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ দিন্দা দেখা করলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সঙ্গে?‌ তাহলে কী জল্পনাকে সত্যি করে পদ্মশিবিরেই যোগ দিতে এই বৈঠক সারলেন দুই ক্রিড়া ব্যক্তিত্ব নাকি অন্যকিছু। এহেন হাজারো প্রশ্ন উঠছে। যদিও দুতরফের কেউই এইনিয়ে কোনও প্রতিক্রয়া জানাননি।
দীর্ঘদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা নিয়ে বিভিন্ন জল্পনাই চলছে। এমনকি একসময় কানাঘুষো এটাও শোনা গিয়েছে যে ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রীর পদে বসবেন বাংলার মহারাজ। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর ব্রিগেডের মাঠে মোদির সভায় মিঠুনের সঙ্গে তাঁরও থাকা নিয়ে জল্পনা চলছিল।তবে রাজনীতিতে তাঁর যোগদান প্রসঙ্গে সৌরভ জল্পনা উস্কে এক সাক্ষাৎকারে বলেন, ‘‌দেখব, কোন দিকে জীবন এগোয়। দেখা যাক, কী হয়?‌’‌
এর আগে অবশ্য দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন তিনি। সেইসময় তাঁর অসুস্হতার খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেক বিজেপি নেতা। তবে পাশে ছিলেন তৃণমূল নেত্রীও। দীর্ঘদিন বাড়িতেই কাটিয়েছেন সৌরভ। যদিও দিলীপ ঘোষ তাঁর যোগদান নিয়ে বলেছিলেন, ‘‌আমার এ নিয়ে কোনও ধারণা নেই। বৈঠকে এ নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনাও জানি না।’‌
বাংলার মহারাজ আদও রাজনীতিতে অংশ নেবেন কিনা , তার উত্তর দেবে সময়। আপাতত ২মে পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই।

Related articles

প্রয়াত অভিনেতা-প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড

হাসপাতালের দীর্ঘ লড়াই শেষ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version