Monday, May 5, 2025

জল্পনা জিইয়ে রেখে ঠিক তৃতীয় দফার ভোটের আগেই বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা গেল মহারাজকে। তাহলে কী গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন সৌরভ গাঙ্গুলি, সেইনিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তু কথা হল, ঠিক কার সঙ্গে দেখা করলেন দাদা?

বিজেপি প্রার্থী অশোক দিন্দা সোমবার সৌরভের সঙ্গে দেখা করার পর একটি ছবি টুইট করেন।সেখানে দিন্দা লেখেন, ‘‌দীর্ঘ সময় পর দাদার সঙ্গে দেখা।’‌ এরপরই দিন্সেদার এই টুইট ঘিরে শুরু হয়েছে রহস্য। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ দিন্দা দেখা করলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সঙ্গে?‌ তাহলে কী জল্পনাকে সত্যি করে পদ্মশিবিরেই যোগ দিতে এই বৈঠক সারলেন দুই ক্রিড়া ব্যক্তিত্ব নাকি অন্যকিছু। এহেন হাজারো প্রশ্ন উঠছে। যদিও দুতরফের কেউই এইনিয়ে কোনও প্রতিক্রয়া জানাননি।
দীর্ঘদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা নিয়ে বিভিন্ন জল্পনাই চলছে। এমনকি একসময় কানাঘুষো এটাও শোনা গিয়েছে যে ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রীর পদে বসবেন বাংলার মহারাজ। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর ব্রিগেডের মাঠে মোদির সভায় মিঠুনের সঙ্গে তাঁরও থাকা নিয়ে জল্পনা চলছিল।তবে রাজনীতিতে তাঁর যোগদান প্রসঙ্গে সৌরভ জল্পনা উস্কে এক সাক্ষাৎকারে বলেন, ‘‌দেখব, কোন দিকে জীবন এগোয়। দেখা যাক, কী হয়?‌’‌
এর আগে অবশ্য দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন তিনি। সেইসময় তাঁর অসুস্হতার খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেক বিজেপি নেতা। তবে পাশে ছিলেন তৃণমূল নেত্রীও। দীর্ঘদিন বাড়িতেই কাটিয়েছেন সৌরভ। যদিও দিলীপ ঘোষ তাঁর যোগদান নিয়ে বলেছিলেন, ‘‌আমার এ নিয়ে কোনও ধারণা নেই। বৈঠকে এ নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনাও জানি না।’‌
বাংলার মহারাজ আদও রাজনীতিতে অংশ নেবেন কিনা , তার উত্তর দেবে সময়। আপাতত ২মে পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version