Saturday, November 8, 2025

জল্পনা জিইয়ে রেখে ঠিক তৃতীয় দফার ভোটের আগেই বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা গেল মহারাজকে। তাহলে কী গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন সৌরভ গাঙ্গুলি, সেইনিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তু কথা হল, ঠিক কার সঙ্গে দেখা করলেন দাদা?

বিজেপি প্রার্থী অশোক দিন্দা সোমবার সৌরভের সঙ্গে দেখা করার পর একটি ছবি টুইট করেন।সেখানে দিন্দা লেখেন, ‘‌দীর্ঘ সময় পর দাদার সঙ্গে দেখা।’‌ এরপরই দিন্সেদার এই টুইট ঘিরে শুরু হয়েছে রহস্য। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ দিন্দা দেখা করলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সঙ্গে?‌ তাহলে কী জল্পনাকে সত্যি করে পদ্মশিবিরেই যোগ দিতে এই বৈঠক সারলেন দুই ক্রিড়া ব্যক্তিত্ব নাকি অন্যকিছু। এহেন হাজারো প্রশ্ন উঠছে। যদিও দুতরফের কেউই এইনিয়ে কোনও প্রতিক্রয়া জানাননি।
দীর্ঘদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা নিয়ে বিভিন্ন জল্পনাই চলছে। এমনকি একসময় কানাঘুষো এটাও শোনা গিয়েছে যে ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রীর পদে বসবেন বাংলার মহারাজ। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর ব্রিগেডের মাঠে মোদির সভায় মিঠুনের সঙ্গে তাঁরও থাকা নিয়ে জল্পনা চলছিল।তবে রাজনীতিতে তাঁর যোগদান প্রসঙ্গে সৌরভ জল্পনা উস্কে এক সাক্ষাৎকারে বলেন, ‘‌দেখব, কোন দিকে জীবন এগোয়। দেখা যাক, কী হয়?‌’‌
এর আগে অবশ্য দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন তিনি। সেইসময় তাঁর অসুস্হতার খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেক বিজেপি নেতা। তবে পাশে ছিলেন তৃণমূল নেত্রীও। দীর্ঘদিন বাড়িতেই কাটিয়েছেন সৌরভ। যদিও দিলীপ ঘোষ তাঁর যোগদান নিয়ে বলেছিলেন, ‘‌আমার এ নিয়ে কোনও ধারণা নেই। বৈঠকে এ নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনাও জানি না।’‌
বাংলার মহারাজ আদও রাজনীতিতে অংশ নেবেন কিনা , তার উত্তর দেবে সময়। আপাতত ২মে পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version