Saturday, August 23, 2025

তুমুল উত্তেজনার মধ্যেও লড়াকু সুজাতা, প্রাণনাশের চেষ্টার অভিযোগ কমিশনে

Date:

তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ। তার মধ্যেই প্রতিবাদী তিনি। আরামবাগের তৃণমূল (Tmc) প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Madal Khan)। তৃতীয় দফার নির্বাচনে তাঁকে ঘিরেই তুমুল বিক্ষোভ আরান্ডিতে। মঙ্গলবার, এই কেন্দ্রে আরান্ডির মহল্লাপাড়া এলাকায় একটি বুথ থেকে অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সুজাতার অভিযোগ, তৃণমূল ভোটারদের ভয় দেখায় বিজেপি। বুথ দখলের চেষ্টা চালায়। তিনি যাওয়ার পরে তাঁর সঙ্গে তৃণমূলের কর্মী-সমর্থকরা ভোট দিতে বেরিয়ে পড়েন।

অভিযোগ, সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। প্রতিবাদ জানাতে রাস্তায় বসে পড়েন সুজাতা। তাঁর অভিযোগ, গ্রামবাসীরা তাঁকে জানান বুথ দখল করতে চাইছিল বিজেপি (Bjp)। মহিলাদের ধর্ষণ করার, খুন করার হুমকি দেয়। এরপরেই তাঁর দিকে বাঁশ, ইট নিয়ে তাড়া করা হয়। বাঁশ হাতে বেশ কয়েকজন তাড়া করায় চাষের জমিতে নেমে যেতে বাধ্য হন সুজাতা। মারধর করা হয় তাঁকে। কিন্তু তাতেও ভয় পাননি সুজাতা। উলটে আক্রমণকারীরদের মুখোমুখি দাঁড়িয়ে তাঁদের জবাব দেন এই লড়াকু নেত্রী।

তাঁর মাথায়, কোমরে আঘাত করা হয়েছে। সুজাতা অভিযোগ করেন, তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি। ২৬৩ ও ২৬৩এ বুথে ভোট বয়কটের দাবি জানান সুজাতা। ঘটনার প্রেক্ষিতে কমিশনে অভিযোগ দায়ের করেছেন সুজাতা। তিনি কমিশনকে জানিয়েছেন, বিপুল সংখ্যায় বিজেপি কর্মী-সমর্থকরা এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। কমিশন যেন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেয়।

আরও পড়ুন:দলের কর্মকাণ্ডের সাক্ষী দেশের মানুষ: বিজেপির ৪১ তম প্রতিষ্ঠা দিবসে নরেন্দ্র মোদি

গত লোকসভা নির্বাচনে বোলপুরে তাঁর স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর (Soumitra Khan) হয়ে নির্বাচন করান সুজাতা। কীভাবে, বিরোধিতার সামনে চোখে চোখ রেখে লড়াই করতে হয়, সেই অভিজ্ঞতা তাঁর আছে। তখন শিবির আলাদা ছিল। কিন্তু এবার নিজের কেন্দ্রে সেই অভিজ্ঞতাই তিনি কাজে লাগিয়েছেন বলে মতে অনেকের।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version