Saturday, November 15, 2025

তুমুল উত্তেজনার মধ্যেও লড়াকু সুজাতা, প্রাণনাশের চেষ্টার অভিযোগ কমিশনে

Date:

তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ। তার মধ্যেই প্রতিবাদী তিনি। আরামবাগের তৃণমূল (Tmc) প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Madal Khan)। তৃতীয় দফার নির্বাচনে তাঁকে ঘিরেই তুমুল বিক্ষোভ আরান্ডিতে। মঙ্গলবার, এই কেন্দ্রে আরান্ডির মহল্লাপাড়া এলাকায় একটি বুথ থেকে অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সুজাতার অভিযোগ, তৃণমূল ভোটারদের ভয় দেখায় বিজেপি। বুথ দখলের চেষ্টা চালায়। তিনি যাওয়ার পরে তাঁর সঙ্গে তৃণমূলের কর্মী-সমর্থকরা ভোট দিতে বেরিয়ে পড়েন।

অভিযোগ, সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। প্রতিবাদ জানাতে রাস্তায় বসে পড়েন সুজাতা। তাঁর অভিযোগ, গ্রামবাসীরা তাঁকে জানান বুথ দখল করতে চাইছিল বিজেপি (Bjp)। মহিলাদের ধর্ষণ করার, খুন করার হুমকি দেয়। এরপরেই তাঁর দিকে বাঁশ, ইট নিয়ে তাড়া করা হয়। বাঁশ হাতে বেশ কয়েকজন তাড়া করায় চাষের জমিতে নেমে যেতে বাধ্য হন সুজাতা। মারধর করা হয় তাঁকে। কিন্তু তাতেও ভয় পাননি সুজাতা। উলটে আক্রমণকারীরদের মুখোমুখি দাঁড়িয়ে তাঁদের জবাব দেন এই লড়াকু নেত্রী।

তাঁর মাথায়, কোমরে আঘাত করা হয়েছে। সুজাতা অভিযোগ করেন, তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি। ২৬৩ ও ২৬৩এ বুথে ভোট বয়কটের দাবি জানান সুজাতা। ঘটনার প্রেক্ষিতে কমিশনে অভিযোগ দায়ের করেছেন সুজাতা। তিনি কমিশনকে জানিয়েছেন, বিপুল সংখ্যায় বিজেপি কর্মী-সমর্থকরা এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। কমিশন যেন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেয়।

আরও পড়ুন:দলের কর্মকাণ্ডের সাক্ষী দেশের মানুষ: বিজেপির ৪১ তম প্রতিষ্ঠা দিবসে নরেন্দ্র মোদি

গত লোকসভা নির্বাচনে বোলপুরে তাঁর স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর (Soumitra Khan) হয়ে নির্বাচন করান সুজাতা। কীভাবে, বিরোধিতার সামনে চোখে চোখ রেখে লড়াই করতে হয়, সেই অভিজ্ঞতা তাঁর আছে। তখন শিবির আলাদা ছিল। কিন্তু এবার নিজের কেন্দ্রে সেই অভিজ্ঞতাই তিনি কাজে লাগিয়েছেন বলে মতে অনেকের।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version