লকেটের আপ্ত সহায়ককে চড় পুলিশের, প্রতিবাদে পথ অবরোধ বিজেপি নেত্রীর

বিজেপি (BJP) নেত্রী তথা হুগলির চুঁচুড়ার(Chinshura) প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (Loket Chatterjee) আপ্ত সহায়ককে (PA) চড় (Slap) মারার অভিযোগ উঠলো পুলিশের (Police) বিরুদ্ধে। প্রতিবাদে জি টি রোডের (G T Road) উপর বসে বেশ কিছুক্ষণ পথ অবরোধ (Road Blocked) করলেন লকেট। লকেটের সঙ্গে এই বিক্ষোভ যোগ দেন চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহও।

আরও পড়ুন:মাঠ কর্মীর পর এবার করোনায় আক্রান্ত সম্প্রচারকারী সংস্থার ১৪ জন প্রতিনিধি

এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল চুঁচুড়া। বিজেপি-র অভিযোগ, লকেট চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক বিবেক মিশ্রকে রাস্তায় প্রকাশ্যে চড় মারে পুলিশ। আজ, মঙ্গলবার মঙ্গলবার বিবেক নিজের বাইকে চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজারে যান। সেই সময় সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়। তার পরেই এক পুলিশ কর্মী বিবেককে চড় মারেন বলে অভিযোগ।

Advt

Previous articleমাঠ কর্মীর পর এবার করোনায় আক্রান্ত সম্প্রচারকারী সংস্থার ১৪ জন প্রতিনিধি
Next articleতুমুল উত্তেজনার মধ্যেও লড়াকু সুজাতা, প্রাণনাশের চেষ্টার অভিযোগ কমিশনে