Saturday, August 23, 2025

তৃতীয় দফা নির্বাচনের দিন রাজ্যে এসে ‘চলো পাল্টাই’ স্লোগান তুললেন মোদি

Date:

রাজ্যে তৃতীয় দফার নির্বাচন চলাকালীন ফের একবার প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। মঙ্গলবার দুটি জনসভা ছিল মোদির। যার প্রথমটি ছিল কোচবিহারের রাসমেলা ময়দানে। সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শোনালেন মোদি। পাশাপাশি এবারের নির্বাচনের সুর বেঁধে দিয়ে নরেন্দ্র মোদির মুখে শোনা গেল ‘চলো পাল্টাই’ ধ্বনি।

মঙ্গলবার কোচবিহারের জনসভায় উপস্থিত হয় প্রধানমন্ত্রী বলেন, ‘আজ ভারতীয় জনতা পার্টির(Bjp) প্রতিষ্ঠা দিবসে শ্যামাপ্রসাদ মুখােপাধ্যায়ের(ShyamaPrasad Mukherjee) জন্মভূমি বাংলায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’ পাশাপাশি এই নির্বাচনের সুর বেঁধে দিয়ে জনসভা থেকে রাজ্যবাসীর কাছে তিনি আবেদন জানান, ‘মিথ্যার খেলা শেষ করতে চলো পাল্টাই, কাটমানির খেলাকে দাও বিদায়,… তৃণমূলকে দাও বিদায়, চলো পাল্টাই চলো পাল্টাই।’ মোদি বলেন, ‘দিদি আপনি ভোটের ময়দানে নিজের পোস্টেই গোল করেছেন। বাংলা জুড়ে সুর উঠেছে চলো পাল্টাই। তৃণমূলকে বিদায় দিয়ে চলো পাল্টাই।’ এছাড়াও রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে কী কী উন্নয়ন করা হবে তারও খতিয়ান তুলে ধরেন মোদি। বলেন, ‘ভারতে বিজেপি সরকার এলে জলের সমস্যা মেটানো হবে। প্রতি বাড়িতে পাইপলাইনে জল যাবে। আধুনিক পরিকাঠামো তৈরি হবে। কোল্ড স্টোরেজের সুবিধা পাবেন চাষীরা।’

আরও পড়ুন:করোনা সংক্রমনে রাশ টানতে দিল্লিতে নাইট কার্ফু জারি ৩০ এপ্রিল পর্যন্ত

একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে নরেন্দ্র মোদী আরো বলেন, ‘দিদির রাজ্যে দিনের পর দিন মানুষ বঞ্চিত হয়েছেন, মহিলাদের সুরক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজ্যে গুণ্ডারাজ, ফড়েদের অত্যাচার চলেছে, কৃষকরা, চা বাগানের কর্মীরা শোষিত হয়েছেন, সিন্ডিকেটের ক্ষমতা বেড়েছে অথচ দিদি সব মুখ বুজে দেখেছেন। আপনি নতুন কর ব্যবস্থা চালু করেছেন। ভাইপো সার্ভিস ট্যাক্স। আপনার ১০ বছরের রিপোর্ট কার্ড জানা গিয়েছে অডিও টেপে।’ একইসঙ্গে মোদি আরো বলেন, ‘আপনাকে বারবার বলতে হচ্ছে আপনিই নন্দীগ্রামে জিতছেন। এর থেকেই বোঝা যাচ্ছে আপনি ভোটে হারছেন।’

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version