Thursday, December 18, 2025

সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ক্যানিং-মগরাহাটে

Date:

Share post:

তৃতীয় দফায় সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি খবর উঠে আসছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) এবং মগরাহাট (Mograhat) থেকে অশান্তির খবর মিলিছে। ক্যানিংয়ের শকুন্তলায় আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (Isf)-এ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

মঙ্গলবার সকালে কালু গাজি (Kalu Gaji) নামের ওই আইএসএফ কর্মী চায়ের দোকানে যান। সেখানে তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাঁকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

ক্যানিং পশ্চিমের তালদি অঞ্চলের কুমড়োখালি এলাকায় ৬৭ নম্বর বুথে ভোটযন্ত্রে সমস্যার কারণে চাঞ্চল্য হয়। তালদি ১২৩ নম্বর বুথেও ইভিএম বিভ্রাটের খবর মিলিছে। অভিযোগ, সকালে ভোট শুরু হওয়ার খানিক ক্ষণ পরেই ভোটার সংখ্যার চেয়ে বেশি পরিমাণ ভোট পড়েছে বলে দোখানো হচ্ছে।

অভিযোগ, মগরাহাট পশ্চিম কেন্দ্রের ১৯০ এবং ১৯২ নম্বর বুথে সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী মইদুল ইসলাকে বুথে ঢুকতে না দেওয়ার। তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসা বাধে আইএসএফের। বুথের বাইরে ধর্নায় বসেন মইদুল। ক্যানিং পূর্বের দুর্গাপুরে ১২৭ নম্বর বুথে এসএফআই কর্মীদের এজেন্টদেরও বসতে বাধা দেওয়ার হচ্ছে বলে অভিযোগ। দু দলের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আইএসএফ কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ আইএসএফের।

পালটা ক্যানিংয়ের ঘুমরিতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। বোমাবাজির অভিযোগ করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Shaokat Mollah)। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।

আরও পড়ুন:তারকেশ্বরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে! জুতাপেটা করলেন গ্রামবাসীরা

Advt

spot_img

Related articles

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...

আজ থেকে ‘নো ম্যাপিং’ ভোটারদের নোটিশ পাঠানো শুরু কমিশনের

বঙ্গে এসআইআর (Special Intensive Revision) পরবর্তী পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)...

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...