Saturday, August 23, 2025

তৃতীয় দফায় সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি খবর উঠে আসছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) এবং মগরাহাট (Mograhat) থেকে অশান্তির খবর মিলিছে। ক্যানিংয়ের শকুন্তলায় আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (Isf)-এ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

মঙ্গলবার সকালে কালু গাজি (Kalu Gaji) নামের ওই আইএসএফ কর্মী চায়ের দোকানে যান। সেখানে তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাঁকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

ক্যানিং পশ্চিমের তালদি অঞ্চলের কুমড়োখালি এলাকায় ৬৭ নম্বর বুথে ভোটযন্ত্রে সমস্যার কারণে চাঞ্চল্য হয়। তালদি ১২৩ নম্বর বুথেও ইভিএম বিভ্রাটের খবর মিলিছে। অভিযোগ, সকালে ভোট শুরু হওয়ার খানিক ক্ষণ পরেই ভোটার সংখ্যার চেয়ে বেশি পরিমাণ ভোট পড়েছে বলে দোখানো হচ্ছে।

অভিযোগ, মগরাহাট পশ্চিম কেন্দ্রের ১৯০ এবং ১৯২ নম্বর বুথে সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী মইদুল ইসলাকে বুথে ঢুকতে না দেওয়ার। তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসা বাধে আইএসএফের। বুথের বাইরে ধর্নায় বসেন মইদুল। ক্যানিং পূর্বের দুর্গাপুরে ১২৭ নম্বর বুথে এসএফআই কর্মীদের এজেন্টদেরও বসতে বাধা দেওয়ার হচ্ছে বলে অভিযোগ। দু দলের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আইএসএফ কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ আইএসএফের।

পালটা ক্যানিংয়ের ঘুমরিতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। বোমাবাজির অভিযোগ করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Shaokat Mollah)। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।

আরও পড়ুন:তারকেশ্বরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে! জুতাপেটা করলেন গ্রামবাসীরা

Related articles

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...
Exit mobile version