করোনায়( Corona) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা( shyam thapa)। মঙ্গলবার রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। গত সোমবার করোনার রিপোর্ট পজিটিভ আসে শ্যাম থাপার।

এদিন শ্যাম থাপা হাসপাতাল থেকেই তাঁর করোনার আক্রান্ত হওয়ার কথা জানানা। তিনি বলেন,” কোনও উপসর্গ ছিল না। তবে খেতে সমস্যা হচ্ছিল বেশ কিছু দিন ধরেই। কোভিড পরীক্ষার ফল আসতেই আমি হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন খেতে সমস্যা হচ্ছে না। আমি সুস্থ আছি।”

এদিন তিনি করোনার নিয়ে মানুষের উদ্দেশেও একটি সামাজিক বার্তা দেন, তিনি বলেন,” এটা ভাবার কারণ নেই যে করোনা চলে গিয়েছে। তাই মাস্ক পরে চলতে হবে, দূরত্ব বিধি মেনে চলতে হবে। আমি সবটাই মেনে চলেছি, তাও কোন না কোনও ভাবে আক্রান্ত হয়ে গিয়েছি। তাই সকলকে আরও সতর্ক হতে অনুরোধ করব।”

আরও পড়ুন:মাওবাদী হেফাজতে এক জওয়ান, নিকশালদের দাবি, মধ্যস্থতাকারীর নাম জানাক সরকার