Wednesday, November 12, 2025

বুথে যাচ্ছেন করোনা রোগী, যত্রতত্র ছড়িয়ে গ্লাভস! কমিশনকে তুলোধনা ডাঃ কুণাল সরকারের

Date:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) ফের দাপট বাড়ছে মহামারির (Pandemic) রাজ্যে ফের উর্ধমুখী মারণ ভাইরাস করোনার (Corona) গ্রাফ। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এবার দু’হাজার ছাড়াল। স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, একদিনে ২,০৫৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। সেই সঙ্গে বেড়েছে মৃত্যুও। শেষ রিপোর্ট অনুযায়ী, ৭ জন নতুন করে প্রাণ হারিয়েছেন করোনার কোপে। যদিও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝেই ব্যাপক হারে শুরু হয়েছে টিকাকরণের কাজ। সোমবার রাজ্যে সবমিলিয়ে ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রায় সাড়ে চার লক্ষ মানুষকে। মূলত, ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স সেই সমস্ত মানুষদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে রাজ্যজুড়ে।

তবে ভোটবঙ্গে মহামারির দাপাদাপির মাঝে নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ভোট দিয়ে মাঠেই ফেলা হল গ্লাভস। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভোট দেওয়ার সময় প্রত্যেককে একটি করে গ্লাভস দেওয়া হচ্ছে। ভোট দেওয়ার পর সেটি নির্দিষ্ট পাত্রে ফেলে দেওয়ার কথা ভোটারদের। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার গার্লস স্কুলে একেবারে উল্টো চিত্র দেখা গেল। ভোট দেওয়ার পর স্কুলের মাঠের মধ্যে সেই সব গ্লাভস ফেলে দিচ্ছেন ভোটাররা। মাঠজুড়ে যত্রতত্র ছড়িয়ে রয়েছে এই গ্লাভস। আর এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংক্রমণ রুখতে যেখানে নানা বিধি পালন করা হচ্ছে, সেখানে এভাবে কেন খোলা জায়গাতেই এসব ফেলা হল? ওই বুথে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বক্তব্য, সকাল থেকে এখানে এই গ্লাভস ফেলার ডাস্টবিন রাখা ছিল না। পরবর্তী সময় সেটি আনা হয়। তার আগে যাঁরা ভোট দিয়ে বেরিয়েছেন, তাঁদের অনেকেই মাঠে গ্লাভস ফেলে দিয়েছেন।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও বাসন্তীতে করোনা আক্রান্ত রোগীরা বুথে গিয়ে ভোট দিলেন। গতকাল, মঙ্গলবার বাসন্তী বিধানসভার কালীডাঙা এফ পি প্রাইমারি স্কুলে গিয়ে ভোট দিলেন লেখা নস্কর নামে এক মহিলা। চিকিৎসকের সঙ্গে অ্যাম্বুলেন্সে করে বুথে আসেন লেখাদেবী। মুখ মাস্ক এবং সাধারণ পোশাকে এসেই ভোটদান করেন তিনি। ওই মহিলা ভোটদানের সময় ঘরে সব ভোটকর্মী উপস্থিত ছিলেন। গোসাবাতেও একই ছবি দেখা গেলো।

প্রসঙ্গত, রাজ্যে নজিরবিহীনভাবে ৮ দফায় ভোট করছে নির্বাচন কমিশন। এই করোনা আবহের মধ্যে এভাবে ভোট পরিচালনার জন্য আগামী দিনে যদি কোভিড মহামারি আকার নেয়, তার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন। এর জবাব দিতে হবে তাঁদের। কুণাল সরকারের কথায়, মানুষের জীবনের থেকে আর কিছুই বেশি মূল্যবান হতে পারে না। রাজনৈতিক দলগুলিকেও তিনি সচেতন হওয়ার আবেদন করেন।

আরও পড়ুন:ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version