Tuesday, May 6, 2025

শিল্পীদের ‘রগড়ে দেব’ মন্তব্য থেকে সরে আসতে রাজি নন দিলীপ, তীব্র প্রতিবাদ লকেটের

Date:

শিল্পীদের ‘রগড়ে দেব’ মন্তব্য থেকে একটুও সরে আসতে রাজি নন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আবারও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, শিল্পীরা কোনও কাজ করেন না। সারাজীবন বিতর্কই করেছেন। মঙ্গলবার ফের এমন মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। তবে এবার দিলীপের এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন তাঁর দলেরই নেত্রী তথা একুশের বিধানসভা নির্বাচনের চুঁচুড়া কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তিনি বলেন, তিনি এই ধরণের মন্তব্য সমর্থন করেন না। তাঁর কাছেও এমন মন্তব্য অসম্মানজনক।

দিলীপ ঘোষ বলেছিলেন,”আমি শিল্পীদের বলেছি, আপনারা গান গান, নাচুন। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের জন্য ছেড়ে দিন। নাহলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন, আমি কীভাবে রগড়াই।” তাঁর এই মন্তব্যের পরই শিল্পীরা তীব্র বিরোধিতা করেন তাঁর। বিজেপির অনেক নেতা-কর্মীরাও এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন-মাওবাদী হেফাজতে এক জওয়ান, নকশালদের দাবি, মধ্যস্থতাকারীর নাম জানাক সরকার

মঙ্গলবার সকালে লকেটের সমর্থনে রোড শো করতে চুঁচুড়ায় পৌঁছন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁরা প্রায় তিন কিলোমিটারের বেশি ওই রোড শো করেন। আর রোড শো শেষে দিলীপের মন্তব্যের সমালোচনা করেন লকেট চট্টোপাধ‌্যায় বলেন, “আমি নিজেও একজন শিল্পী। আমি জানি, সিনেমা, টিভিতে অভিনেতা-অভিনেত্রীরা কতটা কষ্ট করে কাজ করেন। লাইট, সাউন্ড, ক‌্যামেরা, দর্শক আমাদের কাছে ভগবান। আমার অন‌্য সহ-শিল্পীরা কী মন্তব‌্য করেছেন জানি না, আমি দিলীপবাবুর এই ধরনের মন্তব‌্যকে কখনওই সমর্থন করি না। এটা আমার কাছেও অসম্মানজনক।”

Related articles

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...
Exit mobile version