Monday, August 25, 2025

অন্য মাঠে এবার বিপক্ষকে ছিন্নভিন্ন করতে নেমেছেন ‘জোড়া ফলা’ বিদেশ-মানস

Date:

ফুটবল মাঠে যে জোড়া ফলায় দশকের পর দশক বিদ্ধ হয়েছে বিপক্ষ দল, সমৃদ্ধ হয়েছে ভারতীয় ফুটবল, সেই দুই ফলা এবার অন্য ময়দানে৷

রাজনীতির ময়দানে এবার তৃণমূলের জার্সিতে বিজেপি- সহ অন্য বিরোধীদের ছিন্নভিন্ন করার খেলায় নেমেছেন ময়দানের জোড়া-ফলা মানস-বিদেশ ( Manas Bhattacherjee- Bidesh Basu)৷

ময়দানে একসঙ্গে উচ্চারিত হওয়া দু’টি নাম৷ প্রায় তিন দশকের কিংবদন্তি হওয়া জুটি, মানস ভট্টাচার্য এবং বিদেশ বসু৷ একুশের নির্বাচনে ওই জুটির অন্যতম বিদেশ বসুকে এবার উলুবেড়িয়া- পূর্ব কেন্দ্রে দলের প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

আর প্রায় তখন থেকেই ওই কেন্দ্রেই ঘাঁটি গেড়েছেন মানস ভট্টাচার্য৷ ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, পদযাত্রা, সভা, প্রচার বিদেশ বসুর সঙ্গী মানস ভট্টাচার্য৷ মানস এমনিতেই সুবক্তা, ফুটবলের নিয়মিত ধারাভাষ্যকার৷ উলুবেড়িয়া-পূর্বের পথে প্রান্তরে মানস বলছেন, “বাংলা আজ সন্ধিক্ষণে দাঁড়িয়ে৷ আজ বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, সাম্প্রদায়িক শক্তিকে আহ্বান জানাবেন, না’কি বাংলার মেয়ের হাতেই বাঙালির ভবিষ্যতের ভার তুলে দেবেন”৷ মানস বলছেন, “সমাজের সর্বস্তরের মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সজাগ দৃষ্টি রয়েছে৷ সেই কারনেই ভারতের অন্যতম সেরা ফুটবলারকে উলুবেড়িয়া-পূর্বের বাসিন্দাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার সুযোগ দিয়েছেন৷”

মানস ভট্টাচার্য একশো শতাংশ নিশ্চিত অভিন্নহৃদয় বিদেশ বসু এবার নতুন ভূমিকায় সফল হবেই৷ চতুর্থ দফায় আগামী ১০ এপ্রিল, উলুবেড়িয়া-পূর্বের ভোট৷ শুধুই বিদেশ বসুর জন্য নয়, মানস সভা করছেন বাংলা তথা ভারতের ক্রিকেটের অন্যতম নক্ষত্র মনোজ তিওয়ারির (Manoj Tewari) জন্যও৷ শিবপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মনোজ৷ সেখানেও একাধিক সভা করছেন মানস ভট্টাচার্য, লক্ষ্য একটাই, তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলা ও বাঙালির ভবিষ্যৎ-ভার তুলে দেওয়া৷

আরও পড়ুন: দিল্লির পর এবার পাঞ্জাবেও জারি নাইট কার্ফু, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version