পাশাপাশি, গত তিন দফায় বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা দেখে দলীয় কর্মী সমর্থক এবং পোলিং এজেন্টদের সতর্ক করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “ভোটের দিন যে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাঁকে আমি পুরস্কৃত করব৷ অসম থেকে গুন্ডা নিয়ে এসে ভয় দেখাবে আমি প্রশাসনকে বলব নাকা চেকিং বাড়াতে”৷ বাংলাদেশের বর্ডার এলাকা কিছু আছে সিল করতে হবে বলে জানান মমতা। তিনি বলেন, “সিআরপিএফ (Crpf) যদি গন্ডোগোল করে আপনারা ঘেরাও করে রাখবেন। একদল ঘেরাও করবেন আরেক দল ভোট দিতে যাবেন। ভোট নষ্ট করবেন না”।
মমতা বলেন, ভোট কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে শুধু ১৪৪ ধারা থাকে। সব জায়গায় থাকে না৷ এটা বিজেপির মিথ্যে রটনা৷
তৃণমূল নেত্রী অভিযোগ করেন, “পুলিশ নির্বাচনের সময় বিজেপি হয়ে যায়৷ ছোট পুলিশদের দোষ নেই। পুলিশের নেতারা এসব করে৷ অনেকেই বোঝাপড়া করে বসে আছে। আমি আরামবাগ দেখে নিয়েছি৷ আমি চাই শান্তিপূর্ন নির্বাচন হোক”।
আরও পড়ুন:মধ্যস্থতাকারীর নাম চাইল মাওবাদীরা, প্রকাশ্যে আটক জওয়ানের ছবি