Tuesday, November 4, 2025

বাংলাদেশের ভিডিও প্রকাশ করে সাম্প্রদায়িক উস্কানি! বাবুল-রুদ্রনীলের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Date:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) চলছে উস্কানির রাজনীতি। বিজেপির (BJP) তরফে একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দাঙ্গার ছবি প্রকাশ করা হয়েছে। এবং সেটা করেছেন বিজেপির দুই তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং রুদ্রনীল ঘোষ (Rudra nil Ghosh) আর এই ভিডিও নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূলের (TMC) দাবি, যে ভিডিও বিজেপির দুই প্রার্থী প্রকাশ করেছেন, তা “ফেক”। এই ভিডিও বাংলাদেশের। বাবুল সুপ্রিয় ও রুদ্রনীল ঘোষ সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতেই এই ভিডিও ছড়িয়েছেন। এমনটাই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) এই বিষয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হচ্ছে তৃণমূল।

বিজেপির তরফে “দিদি তুমি আমাদের ভালোবাস না” বলে একটি নির্বাচনী প্রচারমূলক গান প্রকাশ করা হয়েছে। যে ভিডিওতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে বাবুল সুপ্রিয় ও রুদ্রনীলকে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি-সহ বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে বলে তোপ দাগা হয়েছে। সেই ভিডিওর বিরুদ্ধে এবার কমিশনে শাসক দল।

যদিও সুখেন্দু শেখর রায়ের অভিযোগ, এখনও পর্যন্ত দেড় হাজারের বেশি অভিযোগ নির্বাচন কমিশনে জানিয়েছে তৃণমূল। কিন্তু কমিশন মাত্র তিনটি অভিযোগের উত্তর দিয়েছে। যা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ।

সুখেন্দু শেখর রায় রাজ্যে করোনার ফের বাড়বাড়ন্তের জন্য ”বহিরাগত” বিজেপি নেতৃত্বর দিকে আঙুল তুলেছেন। এক্ষেত্রে তাঁর দাবি, “আমাদের নেত্রী জনসভায় মাস্ক পরছেন। আমরা সবাইকে মাস্ক পরতে বলছি। কিন্তু বিজেপির বাইরের লোক আনছে। যারা মাস্ক ব্যবহার করছেন না। সুনীল বানসাল এখানে ঘুরে বেড়ালেন, পরে জানা গেল তিনি কোভিড আক্রান্ত।”

আরও পড়ুন:বেলাগাম করোনা পরিস্থিতি, মধ্যপ্রদেশের শহরাঞ্চলে লকডাউনের সিদ্ধান্ত শিবরাজের

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version