বিজেপির তরফে “দিদি তুমি আমাদের ভালোবাস না” বলে একটি নির্বাচনী প্রচারমূলক গান প্রকাশ করা হয়েছে। যে ভিডিওতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে বাবুল সুপ্রিয় ও রুদ্রনীলকে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি-সহ বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে বলে তোপ দাগা হয়েছে। সেই ভিডিওর বিরুদ্ধে এবার কমিশনে শাসক দল।
যদিও সুখেন্দু শেখর রায়ের অভিযোগ, এখনও পর্যন্ত দেড় হাজারের বেশি অভিযোগ নির্বাচন কমিশনে জানিয়েছে তৃণমূল। কিন্তু কমিশন মাত্র তিনটি অভিযোগের উত্তর দিয়েছে। যা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ।
সুখেন্দু শেখর রায় রাজ্যে করোনার ফের বাড়বাড়ন্তের জন্য ”বহিরাগত” বিজেপি নেতৃত্বর দিকে আঙুল তুলেছেন। এক্ষেত্রে তাঁর দাবি, “আমাদের নেত্রী জনসভায় মাস্ক পরছেন। আমরা সবাইকে মাস্ক পরতে বলছি। কিন্তু বিজেপির বাইরের লোক আনছে। যারা মাস্ক ব্যবহার করছেন না। সুনীল বানসাল এখানে ঘুরে বেড়ালেন, পরে জানা গেল তিনি কোভিড আক্রান্ত।”
আরও পড়ুন:বেলাগাম করোনা পরিস্থিতি, মধ্যপ্রদেশের শহরাঞ্চলে লকডাউনের সিদ্ধান্ত শিবরাজের