করোনার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। হু হু করে বাড়ছে সংক্রমণ। ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় সেই বৈঠকে যোগ দিতে পারবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী না থাকলেও প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, আলোপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল, যে সব রাজ্যে ভোট চলছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছ থেকে করোনা মোকাবিলায় কী করা উচিত তা নিয়ে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল। সেইসব বৈঠকের কয়েকটিতে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ছটায় রাজ্যের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন প্রধানমন্ত্রী। বর্তমান করোনা সংক্রমণ ঠেকাতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, তা নিয়েই আলোচনা করবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত ,আজ ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’-এ টুইট করে মোদি দেশের মানুষের কাছে করোনার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন।

Advt

 

Previous articleঅনুপ্রবেশকারীরা ঢুকে থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: অভিষেক
Next articleবাংলাকে গুজরাট হতে দেব না, গুজরাটিদের বাংলা দখল করতে দেব না: হুগলির জনসভায় বললেন মমতা