বিজাপুরে অপহৃত জওয়ানকে মুক্তি দিল মাওবাদীরা

ছত্তিশগড়ের বিজাপুরে সেনাবাহিনী ও মাওবাদিদের সংঘর্ষের রাকেশ্বর সিং মানহস নামে এক জওয়ানকে অপহরণ করা হয়েছিল। তাঁকে মুক্তি দিল মাওবাদীরা। প্রশাসন সূত্রে এই খবর দেওয়া হয়েছে। পরে অবশ্য CRPF -এর তরফেও সরকারিভাবে মুক্তির খবর নিশ্চিত করা হয়েছে।
CRPF এর DG জানিয়েছেন, গত ৩ তারিখ বিজাপুর জঙ্গলে সংঘর্ষের পর থেকে নিখোঁজ ছিলেন রাকেশ্বর। তাঁকে মাওবাদীরা অপহরণ করেছিল। আজ, বৃহস্পতিবার তাঁকে মুক্তি দেওয়া হয়। শারিরীক পরীক্ষার জন্য তাঁকে আপাতত নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকজন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হাতে রাকেশকে তুলে দেয় মাওবাদীরা। সেই সংবাদকর্মীরাই CRPF-র হাতে ওই জওয়ানকে হস্তান্তরিত করেন

Advt

 

Previous articleকরোনা সতর্কতা: সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরার নির্দেশ নবান্নের
Next articleকরোনা আক্রান্ত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন