Saturday, August 23, 2025

করোনার দাপটে বন্ধ হল এক স্কুল, সংক্রমণ ছড়িয়েছে খড়্গপুর আইআইটিতেও

Date:

রাজ্যেও চোখ রাঙাচ্ছে করোনা। গত তিনদিনে পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে খড়গপুর আইআইটি ক্যাম্পাসেই ৮ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।এইনিয়ে জেলা টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেছেন জেলাশাসক রশ্মি কোমল। বৈঠকে স্বাস্থ্য দফতর, পুলিশ ও অন্যান্য দফরের আধিকারিকরাও হাজির ছিলেন। টাস্কফোর্সের বৈঠক শেষে প্রশাসনিক সূত্রে জানানো হয়, জেলায় করোনা নমুনা সংগ্রহ আরও বাড়ানো হচ্ছে। তবে তাঁরা জানিয়েছেন, চিন্তার কিছু নেই।

অন্যদিকে মেদিনীপুর শহরের এক স্কুলের কর্মী করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হয় গোটা স্কুল। বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের ওই স্কুল কর্মী করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ামাত্রই স্কুল ছুটির নোটিশ দেয় কর্তৃপক্ষ ।নোটিশে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে স্কুল।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত কর্মীর পরিবারের সদস্যের কয়েকজনও কোভিড পজিটিভ। তারপরেই নোটিস দিয়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিচালনা সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, “এক স্টাফের করোনা পজেটিভ আসার পরে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই কর্মীর সঙ্গে কোনও শিক্ষিকা বা অন্যান্য কর্মীরা সংস্পর্শে এসেছিলেন কিনা তাও খোঁজ খবর নেওয়া হচ্ছে। সবাইকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।” তবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কেউ ওই দিন সংশ্লিষ্ট কর্মীর সংস্পর্শে আসেননি বলে জানতে পেরেছেন তিনি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শিক্ষিকাদের এবং অন্যান্য কর্মীদের নমুনা সংগ্রহ করা হবে, তার তালিকা স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। এখন আপাতত স্কুলের পঠন পাঠন বন্ধ থাকছে। জেলা বিদ্যালয় পরিদর্শককে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version