শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের একনম্বর ক্রিকেট লিগ আইপিএল( Ipl)। কিন্তু তার আগে করোনার থাবায় জর্জরিত গোটা ভারতবর্ষ। আর এতেই চিন্তার ভাঁজ বিসিসিআইয়ের(bcci)। গতমরশুমে করোনার( corona) কারণে দুবাইতে আয়োজন করা হয়েছিল আইপিএল। তবে এই মরশুমে ভারতের মাটিতে বসছে আইপিএলের আসর। সুষ্ঠুভাবে আইপিএল আয়োজন করতে কিছু পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই।

বিসিসিআইয় সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরে আইপিএলের জন্য আলাদা চেক-ইন কাউন্টার তৈরি করা হবে, যাতে জৈব সুরক্ষা বলয় নিরাপদে থাকে। এর জন্য বোর্ডের তরফে সরকারের কাছে বিশেষ চেক-ইন কাউন্টারের আবেদন জানানো হয়েছে।

এরপাশাপাশি প্রতিদিন করোনা পরীক্ষা করা হবে খেলোয়াদের। নিযুক্ত করা হয়েছে আধিকারিককেও, যিনি জৈব সুরক্ষা বলয়ের দায়িত্বে থাকবেন। মাস্ক ছাড়া ঘরের বাইরে কোনও ভাবেই বেরনো যাবে না।

ক্রিকেটাররা ছাড়াও খেলার সঙ্গে যুক্ত অনেকে ব্যাক্তি করোনায় আক্রান্ত হচ্ছেন। তাঁদের জন্য আলাদা জৈব সুরক্ষা বলয় তৈরি হয়েছে। থাকছে প্রতিটি দলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য ব্লুটুথ যন্ত্র ও।
আরও পড়ুন:দু’ম্যাচ নির্বাসিত নেইমার, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে জয় পিএসজির
