বাংলাকে উত্তরপ্রদেশ বানানোর “ছক” যোগীর? গার্লস স্কুলের বাইরে “আ্যান্টি রোমিও স্কোয়াড”

দীর্ঘদিন ধরে তৃণমূলের অভিযোগ বিজেপির বহিরাগত নেতাদের দাপাদাপি বাড়ছে বাংলায়। বাংলায় সবদিক থেকে উত্তরপ্রদেশ-গুজরাত মডেল করতে চাইছেন মোদি-যোগী-শাহরা। এবার সত্যি সত্যি তেমনই ইঙ্গিত দিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনা (Yogi Adityanath)। বাংলায় ভোট প্রচারে এসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এবার “আ্যান্টি রোমিও স্কোয়াড” (Anti Romeo Squad)-এর প্রসঙ্গ তুলে ধরলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আজ, বৃহস্পতিবার হুগলির হুগলির চাঁপদানিতে বিজেপি প্রার্থী দিলীপ সিংহের সমর্থনে এক জনসভায় “আ্যান্টি রোমিও স্কোয়াড” করা হবে বলে জানান তিনি।

যোগীর কথায়, “বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রাথমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত মেয়েদের পড়াশোনায় কোনও খরচ লাগবে না। মেয়েদের স্কুলের বাইরে যে সব গুন্ডারা ঘুরে বেড়ায়, তাদের মোকাবিলায় থাকবে অ্যান্টি রোমিও স্কোয়াড।”

আরও পড়ুন:করোনায় আগাম সর্তকতা নিউজিল্যান্ডের, ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

Advt

 

Previous articleকরোনা সামলাতে কড়া পদক্ষেপ নিউজিল্যান্ডের, ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি
Next articleরোড-শো বাতিল হওয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন পদ্ম প্রার্থী শ্রাবন্তী!