রোড-শো বাতিল হওয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন পদ্ম প্রার্থী শ্রাবন্তী!

বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ক্ষোভে ফুঁসছেন। রোড শোর অনুমতি না মেলায় বচসায় জড়ালেন পুলিশের সঙ্গে। তাঁর দাবি, “ভয় পেয়েই মিঠুন চক্রবর্তীর মিছিল বাতিল করা হয়েছে।”
শনিবারের চতুর্থ দফা নির্বাচনের আগে বৃহস্পতিবার অর্থাৎ আজই ছিল প্রচারের অন্তিম দিন। তাই শেষবেলার হাইভোল্টেজ প্রচারে মোক্ষম অস্ত্র মিঠুন চক্রবর্তীকেই (Mithun Chakraborty) ময়দনে নামাতে চেয়েছিল বিজেপি। বেহালা (Behala) পূর্ব ও পশ্চিমে পদ্ম শিবিরের দুই তারকা প্রার্থী পায়েল (Paayel Sarkar) সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) হয়ে ‘মোদির তারকা সেনাপতি’কেই ভোটপ্রচারের ময়দানে নামিয়ে বাজিমাত করার পরিকল্পনা করেছিল গেরুয়া-বাহিনী। কিন্তু বাদ সাধল পুলিশ প্রশাসন। পুলিশের তরফে অনুমতি না মেলায় বিজেপিকে বাতিল করতে হল প্রচার কর্মসূচি।
ঘটনার জেরে বেহালায় থানা ঘেরাও করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পুলিশের সঙ্গে জড়ালেন বচসায়। পথ অবরোধ, বচসা, ক্ষোভ, সব মিলিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন- বাংলাকে গুজরাট হতে দেব না, গুজরাটিদের বাংলা দখল করতে দেব না: হুগলির জনসভায় বললেন মমতা

Advt

Previous articleবাংলাকে উত্তরপ্রদেশ বানানোর “ছক” যোগীর? গার্লস স্কুলের বাইরে “আ্যান্টি রোমিও স্কোয়াড”
Next articleবিমানকর্মীদের সঙ্গে বচসা, নিজের জামা খুলে দিলেন যাত্রী!