ইউরোপা লিগে( europa league) দুরন্ত জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড(Manchester united fc) । বৃহস্পতিবার রাতে তারা ২-০ গোলে হারাল গ্রানাডাকে।

ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাপায় ওলে গার্নারের দল। ম্যাচের ৩১ মিনিটে গোল করে ম্যানইউকে ১-০ গোলে এগিয়ে দেন র্যাশফোর্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুদল। তবে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় গ্রানাডা। তবে এরই মাঝে ব্যবধান বাড়ায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ইনজুরি টাইমে গোল করে ২-০ করেন ফার্নান্দেজ।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জয় পেলেও, ড্র করল আর্সেনাল( arsenal fc)। তারা ১-১ গোলে ড্র করল স্লাভিয়ার সঙ্গে। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন পরিবর্ত নামা নিকোলাস পেপে।

আড়ও পড়ুন-সর্বশ্রেষ্ঠ টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারত, জানাল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের
