Sunday, May 4, 2025

শনিবার সকাল থেকেই রাজ্যের ৫ জেলায় ৪৪টি কেন্দ্রে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া,হুগলি,কোচবিহার এবং আলিপুরদুয়ারে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। আজ তারকা প্রার্থী এবং হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। ভোটের ময়দানে রয়েছেন যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, অঞ্জনা বসু, বাবুল সুপ্রিয়র মতো বিজেপির তারকা প্রার্থীরা। পাশাপাশি তৃণমূলের তারকা প্রার্থীরা হলেন লাভলি মৈত্র, কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি।

বেহালা পশ্চিমে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী সকাল সকাল তাঁর মাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন।

শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। তিনি সাদা পাঞ্জাবি পরে পৌঁছে গিয়েছিলেন বুথে। সকালেই তাঁকে ভোটের লাইনে দেখা গিয়েছিল।

সোনারপুর দক্ষিণের এবারের বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু। তিনি সকালেই ভোট দিলেন।

সোনারপুর দক্ষিণের তৃণমূলের তারকা প্রার্থী লাভলি মৈত্র। প্রচারের সময় তাঁকে সকাল ৭ টা থেকে টানা ২-৩ ঘণ্টা প্রচার করতে দেখা যেত। আবার বিকেল গড়ালেই প্রচারে বের হতেন। আজও বেশ কিছু বুথে দেখা গেল তাঁকে।

বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। সেখানকার বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। বেলা গড়ানোর আগেই দুই প্রার্থীকেই ভোট দিতে দেখা গিয়েছে।

অন্যদিকে খগড়পুর সদরের বিজেপি প্রার্থী হিরণ এদিন সকালেই ভোট দিয়ে এলেন। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে ভোট দিলেন হিরণ।

হুগলির চণ্ডীতলা বিধানসভা আসনে দাঁড়িয়েছেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। তিনিও ভোট দিলেন সকালেই।

নিজের ভোট কেন্দ্রে মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন চাপদানি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান।

Related articles

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...
Exit mobile version