Saturday, August 23, 2025

নিরীহ ৪জনকে ঠাণ্ডা মাথায় খুন করেছে কেন্দ্রীয় বাহিনী: কমিশনে নালিশ তৃণমূলের

Date:

কোচবিহারের (Coobehar) শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪জনের মৃত্যু ও তিনজনের আহত হওয়ার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস (Tmc)। অভিযোগ পত্রে লেখা হয়েছে, কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর তরফে নিরীহ মানুষদের উপর ঠাণ্ডা মাথায় গুলি চালানো হয়। ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও তিন। তীব্র কটাক্ষ করে চিঠিতে লেখা হয়, “তাঁদের একটাই ভুল ছিল তাঁরা নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত গণতান্ত্রিক উৎসবে যোগ দিয়েছিলেন”। শনিবার, কমিশনে অভিযোগ জানাতে যান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় ও দোলা সেন।

এই ভোটগ্রহণ চলছে কোচবিহারের পুলিশ সুপারের অধীন। ভোটের আগেই তাঁকে ‘উপযুক্ত’ মনে করে সেই পদে বসিয়েছে কমিশন। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু অভিযুক্ত সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। কমিশন নির্বাচনের আগেই রাজ্যের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের বদলি করে কমিশন।

তৃণমূলের চেয়ারপার্সন যখন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, তখন তাঁকে উলটে শোকজ করা হয়। বিজেপির নির্দেশই কমিশন কাজ করছে বলে অভিযোগ তৃণমূলের।

১) এই নিয়ে তৃণমূলের তরফে দুটি প্রশ্ন তোলা হয়েছে, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও কমিশনের দ্বারা নিয়োজিত কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

২) এই খুনের ঘটনার জন্য নির্বাচন কমিশনের দায়িত্বশীল আধিকারিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version