Monday, November 17, 2025

টিকার আকাল, তাই করোনা চোখ রাঙালেও মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রগুলিতে বন্ধ টিকাকরণ

Date:

কেন্দ্রকে বারবার বলেও কাজ হয়নি। শেষ পর্যন্ত পর্যাপ্ত টিকার অভাবে মুম্বইয়ের বেসরকারি টিকাকেন্দ্রে বন্ধ থাকছে টিকাকরণ কর্মসূচি। মহারাষ্ট্রে করোনা সংক্রমণ প্রবলভাবে বাড়লেও পর্যাপ্ত টিকার অভাবে মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রগুলিতে সোমবার পর্যন্ত টানা তিনদিন বন্ধ থাকবে টিকাকরণ। তবে বেসরকারি কেন্দ্র ও হাসপাতালে করোনা টিকাকরণ বন্ধ থাকলেও খোলা থাকবে সরকারি কেন্দ্রগুলি।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনকে কড়া জবাব মমতার

টিকাসঙ্কট নিয়ে কেন্দ্রকে আগেই সতর্ক করেছিল মহারাষ্ট্র সরকার। এবার সেই সঙ্কটের কারণেই কোভিড টিকাকরণ (COVID Vaccination) বন্ধ করতে হল বাণিজ্যনগরী মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রগুলিতে। পর্যাপ্ত পরিমাণ টিকা না থাকায় সোমবার পর্যন্ত বেসরকারি টিকাকেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বৃহ্নমুম্বই পুরসভা(BMC)। তবে সরকারি ও পুরসভার হাসপাতালগুলিতে টিকাকরণ আগের মতই চলবে। পুরসভার তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, অপর্যাপ্ত পরিমাণ করোনা টিকার সরবরাহের কারণে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল বেসরকারি হাসপাতালগুলিতে টিকাকরণ বন্ধ থাকবে। একইসঙ্গে জানানো হয়, শুক্রবার রাতে ৯৯ হাজার কোভিশিল্ডের টিকা পৌঁছনোর কথা। সেই টিকা পেলেই দ্রুত টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হবে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বৃহ্নমুম্বই পুরসভার তরফে শহরে মোট ৪৯টি টিকাকেন্দ্র তৈরি করা হয়েছে এবং ৭১টি বেসরকারি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। তবে টিকা ঘাটতির কারণে ৭১টি সেন্টার ইতিমধ্যেই বন্ধ করে দিতে হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মোট ৫৮ হাজার ৯৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩০১ জনের।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version