শনিবার আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ( Mahendra singh dhoni) চেন্নাই সুপার কিংসের ( chennai super kings) বিরুদ্ধে ৭ উইকেটে জয় ঋষভ পন্থের( Rishav Panth) দিল্লি ক্যাপিটালসের( delhi capitals)। দিল্লির হয়ে দুরন্ত ব্যাটিং শিখর ধাওয়ান এবং পৃথ্বী শাহের।

আইপাএলের( ipl) ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পন্থ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৮ রান করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে ৫৪ রান করে সুরেশ রায়না। ৩৬ রান করেন মইন আলি। তবে এদিন প্রথম ম্যাচেই ব্যর্থ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শূন্য রানে আউট হন তিনি। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন ক্রিস ওকস এবং আভেস খান। একটি করে উইকেট নেন অশ্বিন এবং টম কুরান।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় দিল্লি। দিল্লির হয়ে দুরন্ত বাটিং করেন ওপেনার জুটি। ৭২ রান করেন পৃথ্বী। ৮৫ রান করেন শিখর ধাওয়ান। তাদের ব্যাটেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় দিল্লি। দিল্লির অধিনায়ক পন্থ ১৫ রানে অপরাজিত। সিএসকের হয়ে দুই উইকেট নেন শার্দুল ঠাকুর। একটি উইকেট নেন ব্রাভো।

আরও পড়ুন:রেকর্ড অর্থে সবুজ-মেরুনে লিস্টন কোলাসো
