Thursday, August 21, 2025

নিজেই গাড়ির কাঁচ ভেঙেছেন লকেট, ভিডিও দেখিয়ে দাবি তৃণমূলের

Date:

বাংলায় চতুর্থ দফার ভোট চলাকালীন হুগলির চুঁচুড়ায় বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ ওঠে। লকেটের অভিযোগ, চুঁচুড়ার ঈশ্বরবাহার এলাকার ৬৬ নম্বর বুথের বাইরে তাঁর গাড়ির উপর হামলা চালায় তৃণমূল। প্রার্থী তাঁর গাড়ি ভাঙচুর করারও অভিযোগ তুলেছেন। অন্যদিকে এই ঘটনার পরে তৃণমূল অভিযোগ করে, লকেট নিজেই গাড়ির কাঁচ ভেঙেছেন।

লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, “৬৬ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। সকালেই খবর পেয়েছিলাম ওখানে ছাপ্পা ভোট চলছে। পৌঁছে দেখি এক সংখ্যালঘু মহিলা বুথে ইভিএমের পাশে দাঁড়িয়ে রয়েছেন।” লকেট জানিয়েছেন, ওই মহিলাকে প্রশ্ন করলে তিনি জানান, কোভি়ড টিমের সদস্য। এমনকি ওই মহিলা ‘কোভিড ম্যানেজমেন্ট টিম’ লেখা একটি পরিচয় পত্রও দেখান লকেটকে। লকেটর কথায়, “এমন কোনও টিম ইভিএমের পাশে রাখার খবর ছিল না। আমি ওই পরিচয় পত্র এবং মহিলার মুখ সংবাদমাধ্যমের ক্যামেরায় দেখাতেই বুথে আমাকে ঘেরাও করে ফেলে তৃণমূলের কর্মী-সমর্থকরা।” পরে তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। হামলায় হাতে আঘাত লাগে বলে অভিযোগ করেন লকেট।

আরও পড়ুন-বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়িতে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। গাড়ি ভাঙার একটি ভিডিও দেখিয়ে অসিত দাবি করেছেন, নিজেই গাড়ির কাঁচ ভেঙেছেন লকেট।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version