প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের(delhi capitals) কাছে হার চেন্নাই সুপার কিংসের(chennai super kings)। ম্যাচ হেরে বোলারদের কাঠগড়ায় দাড় করালেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি( mahendra singh dhoni)।

সাংবাদিক সম্মেলনে ধোনি বলেন,” শিশিরের উপর অনেক কিছু নির্ভর করছিল। শুরু থেকেই সেটা আমাদের মাথায় ছিল বলেই যতটা বেশি সম্ভব রান তুলতে চেয়েছিলাম। ব্যাটসম্যানরা ভাল খেলে রান তুলেছিল। কিন্তু বোলিং আরও ভাল হতে পারত। ব্যাটসম্যানরা বল মাঠের বাইরে ফেলতে চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু বোলারদের ভুল শুধরে নিয়ে সেটা সামনের ম্যাচে মাথায় রাখা উচিত। ”
শুরুতেই হার। তবে এখনই এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ সিএসকে অধিনায়ক। তাঁর মতে এটা লম্বা লিগের খেলা। পরের ম্যাচ থেকে ঘুরে দাড়াতে চান মাহি।

আরও পড়ুন: হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান
