Tuesday, August 26, 2025

আর ৪৮ ঘণ্টা নয়, এবার থেকে Silence Period বা প্রার্থীদের প্রচার বন্ধ করে দিতে হবে ভোটের দিনের ৭২ ঘণ্টা আগেই৷

চতুর্থ দফা ভোটের শেষে হঠাৎই এমন বেনজির ঘোষণা নির্বাচন কমিশনের (Election Commission)। আর এই সিদ্ধান্তকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছে তৃণমূল (TMC)৷

নির্বাচন কমিশন শনিবার রাতে ঘোষণা করেছে,
এবার থেকে আর ৪৮ ঘণ্টা নয়, ভোটের দিনের ৭২ ঘণ্টা আগে বন্ধ করে দিতে হবে ভোটের প্রচার। বাংলায় মোট ৮দফার ভোটের মধ্যে ৪ দফার ভোট সম্পন্ন হয়েছে। শনিবার ভোটের চতুর্থ দফায় ৫ ভোটারের মৃত্যুও হয়েছে। প্রতিটি দফায় ক্রমশ হিংসাবৃদ্ধির ঘটনায় এবার নড়েচড়ে বসল কমিশন। প্রচারের শেষ মুহুর্তে কোনও ধরনের উস্কানিমূলক বার্তা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পঞ্চম দফার ভোট থেকে পরবর্তী প্রতিটি দফার ভোটের ৭২ ঘণ্টা আগেই প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন৷ প্রসঙ্গত, রাজ্যে এখনও ৪ দফার ভোট বাকি৷ পরবর্তী দফার ভোট হবে ১৭, ২২, ২৬ এবং ২৯ এপ্রিল। নির্বাচন কমিশনের ঘোষণা করা নতুন নিয়ম অনুসারে, এই ৪ দফার প্রার্থীরা প্রচারের জন্য তুলনামূলক কিছুটা কম সময় পাবেন।

আর কমিশনের এই নির্দেশিকাকেই জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছে তৃণমূল৷ বলা হয়েছে, “দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি৷ কমিশন এখন বিজেপি-র (BJP) হুকুম পালনে মরিয়া হয়ে উঠেছে৷ একইসঙ্গে প্রথম ৪ দফার ভোটের প্রার্থীরা বেশি সময় পাওয়ায়, পক্ষপাতিত্বের অভিযোগও উঠতে শুরু করেছে৷ ওদিকে, আত্মবিশ্বাসের সুরে শাসকদলের বক্তব্য, এর পরও জয় হবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই (Mamata Banerjee)৷

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version