Friday, August 29, 2025

‘ইস্তফাপত্র পকেটে নিয়ে ঘুরছি’, শীতলকুচি প্রসঙ্গ টেনে কটাক্ষ অমিত শাহের

Date:

সম্প্রতি চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে চার যুবকের মৃত্যুর ঘটনা বঙ্গ রাজনীতিতে নয়া মোড় নিয়েছে। গোটা ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজনৈতিক সভায় দাঁড়িয়ে তারই উত্তরে অমিত শাহ জানালেন, ‘আমি আমার ইস্তফাপত্র পকেটে নিয়ে ঘুরছি’।

পঞ্চম দফা নির্বাচনের প্রাক্কালে সোমবার ধুপগুড়িতে বিজেপির জনসভা উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিকারি সিতালকুচি ঘটনা প্রসঙ্গ তুলে ধরে অমিত শাহ বলেন, ‘দিদি আমার ইস্তফা চাইছেন। আমি ইস্তফা দিয়ে দেবো তবে সেটা শুধুমাত্র মানুষ চাইলেই। ইস্তফাপত্র আমার পকেটেই রয়েছে।’ পাশাপাশি শীতলকুচি ঘটনা প্রসঙ্গে এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আঙুল তুলেন অমিত শাহ। দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি মূলক মন্তব্যের জেরে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি, ওই সভা মঞ্চ থেকে শাহের দাবি করেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে এবং সিএএ চালু করে মতুয়া সহ সমস্ত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।

আরও পড়ুন:করোনা সংক্রমণের জের , সিবিএসই পরীক্ষা বাতিলের আবেদন প্রিয়াঙ্কা গান্ধীর

অন্যদিকে, সোমবার রানাঘাটের জনসভা থেকে ফের একবার শীতলকুচি ঘটনায় সরাসরি অমিত শাহকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সুরে তিনি বলেন, ‘বাংলাকে বহিরাগত গুণ্ডাদের হাতে দেব না। বাংলাকে উত্তরপ্রদেশ-গুজরাত হতে দেব না। বিজেপি মনে করে রাজনীতি মানে গুলি চালানো। রাজনীতি মানে ভোটের লাইনে গুলি চালানো নয়।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘পুরোটার প্ল্যানিং করেছেন অমিত শাহ। শীতলকুচির ঘটনার তদন্ত করবই, আসল ঘটনা বের করব। কারা কারা প্ল্যানে ছিল, তদন্তে বের করা হবে।’

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version