Monday, November 10, 2025

‘ইস্তফাপত্র পকেটে নিয়ে ঘুরছি’, শীতলকুচি প্রসঙ্গ টেনে কটাক্ষ অমিত শাহের

Date:

সম্প্রতি চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে চার যুবকের মৃত্যুর ঘটনা বঙ্গ রাজনীতিতে নয়া মোড় নিয়েছে। গোটা ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজনৈতিক সভায় দাঁড়িয়ে তারই উত্তরে অমিত শাহ জানালেন, ‘আমি আমার ইস্তফাপত্র পকেটে নিয়ে ঘুরছি’।

পঞ্চম দফা নির্বাচনের প্রাক্কালে সোমবার ধুপগুড়িতে বিজেপির জনসভা উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিকারি সিতালকুচি ঘটনা প্রসঙ্গ তুলে ধরে অমিত শাহ বলেন, ‘দিদি আমার ইস্তফা চাইছেন। আমি ইস্তফা দিয়ে দেবো তবে সেটা শুধুমাত্র মানুষ চাইলেই। ইস্তফাপত্র আমার পকেটেই রয়েছে।’ পাশাপাশি শীতলকুচি ঘটনা প্রসঙ্গে এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আঙুল তুলেন অমিত শাহ। দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি মূলক মন্তব্যের জেরে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি, ওই সভা মঞ্চ থেকে শাহের দাবি করেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে এবং সিএএ চালু করে মতুয়া সহ সমস্ত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।

আরও পড়ুন:করোনা সংক্রমণের জের , সিবিএসই পরীক্ষা বাতিলের আবেদন প্রিয়াঙ্কা গান্ধীর

অন্যদিকে, সোমবার রানাঘাটের জনসভা থেকে ফের একবার শীতলকুচি ঘটনায় সরাসরি অমিত শাহকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সুরে তিনি বলেন, ‘বাংলাকে বহিরাগত গুণ্ডাদের হাতে দেব না। বাংলাকে উত্তরপ্রদেশ-গুজরাত হতে দেব না। বিজেপি মনে করে রাজনীতি মানে গুলি চালানো। রাজনীতি মানে ভোটের লাইনে গুলি চালানো নয়।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘পুরোটার প্ল্যানিং করেছেন অমিত শাহ। শীতলকুচির ঘটনার তদন্ত করবই, আসল ঘটনা বের করব। কারা কারা প্ল্যানে ছিল, তদন্তে বের করা হবে।’

Related articles

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...
Exit mobile version