Saturday, August 23, 2025

কমিশন এখন বিজেপির শাখা সংগঠন: মানিকতলার সভা থেকে তীব্র আক্রমণ কুণালের

Date:

“বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। বাংলায় তারা হিটলারি কায়দায় ভোট করাতে চাইছে”। সোমবার সন্ধেয় তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) প্রচারে 24 ঘণ্টার নিষেধাজ্ঞা জারির পরেই মানিকতলায় তৃণমূল প্রার্থী সাধন পান্ডের (Sadhan Pandey) সমর্থনে প্রচার সভা থেকে কমিশনকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব ভুল-ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। গণতন্ত্রের পক্ষে সওয়াল করছেন বলেই তাঁকে এভাবে আটকানো হচ্ছে। “যতই আটকানো হোক নির্বাচনে আমরাই জিতব”।

কুণাল ঘোষ বলেন, মানিকতলা অঞ্চলে করোনার সময় প্রত্যেকটি মানুষের পাশে ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। এই বিধানসভা কেন্দ্রের বিজেপি (Bjp) প্রার্থী কল্যাণ চৌবে (Kalyan Chowbey) স্থানীয় বাসিন্দা। তাঁকে উদ্দেশ্য করে কুণাল বলেন, কল্যাণ নিজেও দেখেছে করোনা, আমফানের সময় কীভাবে সাধারণ মানুষকে পরিষেবা পৌঁছেছে তৃণমূল। দলের সব স্তরের নেতাদের সঙ্গে সাধন পান্ডে সমান ভাবে যোগাযোগ রাখেন। স্থানীয় মানুষের সব প্রয়োজনে সাধন পান্ডে পাশে দাঁড়ান বলে জানান তৃণমূল মুখপাত্র।

কুণাল বলেন, তাঁদের দলের ঝরতি-পড়তিদেরই তুলে নিয়ে গিয়ে প্রার্থী করেছে বিজেপি। সঙ্গে রয়েছে বেশকিছু প্রাক্তন সিপিআইএম। আদি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কুণাল বলেন, “করতে হলে তৃণমূলই করুন। তৃণমূলের ‘বি-টিম’ কেন করবেন?”

বামপন্থীদের কটাক্ষ করে তিনি। বলেন, 2011 সালের পর আর তারা জিততে পারেনি। এমনকী, তারপরের থেকে একটা ভোটেও তারা একা লড়তে পারেনি। সঙ্গে নিয়েছে কংগ্রেসকে।

আরও পড়ুন:প্রধানমন্ত্রী মোদির খাসতালুকে ছাত্র সংসদ নির্বাচনে হেরে ভূত এবিভিপি

কুণাল বলেন, ‘পরিযায়ী বিজেপি’ বা ‘তৎকাল বিজেপি’দের চায় না বাংলার মানুষ। বাংলা আবার নিজের মেয়েকে চায়। কুণালের মতে, ভোটে জিতে সাধন পান্ডের বিধায়ক ও মন্ত্রী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

জমজমাট মানিকতলা অঞ্চলে সোমবার সন্ধেয় কুণাল ঘোষের সভা ছিল ভিড়ে টইটুম্বুর। তৃণমূল নেতা-কর্মীদের পাশাপাশি কুণাল ঘোষের বক্তব্য শুনতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও। প্রচুর সংখ্যায় মহিলাদের উপস্থিতি ছিল এদিনের সভায়। যখনই কুণাল প্রশ্ন তোলেন, “রামের অযোধ্যা এ রাজা আছেন, কিন্তু রানির সিংহাসনে সীতা নেই কেন?” সেখানে তাঁর সমর্থনে হাততালি দিয়ে ওঠেন মহিলারা।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version