Monday, August 25, 2025

দীপ্সিতা-মীনাক্ষি নিয়ে কুরুচিকর মিম, কড়া জবাব দিলেন খোদ প্রার্থী এবং শ্রীলেখা

Date:

একুশের বিধানসভা নির্বাচনে সিপিআইএম-এর একঝাক তরুণ প্রার্থীরা নেমে পড়েছেন লড়াইয়ের ময়দানে। একদিকে তৃণমূল-বিজেপি যখন সেলিব্রিটিদের নিয়ে মাতামাতি করছে ঠিক এমন সময় অন্যদিকে সিপিআইএম-এর দুই প্রার্থী দীপ্সিতা ধর এবং মীনাক্ষি মুখোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মিম ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

মিমে রয়েছে বিজেপির প্রার্থী শ্রাবন্তী-পায়েল যাঁদের ‘সেক্সি ননদ-বৌদি’ বলা হয়েছে। সেখানে রয়েছে মিমি-নুসরত তাঁদের “স্টাইলিশ দিদি-বোন” বলা হয়েছে। ওই একই ছবিতে রয়েছেন সিপিআইএম-এর দুই প্রার্থী দীপ্সিতা এবং মীনাক্ষি যাঁদের বলা হয়েছে “কাজের মাসি”। এমন কুরুচিকর মিমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে খোদ সিপিআইএম প্রার্থী দীপ্সিতা। এবং বাম সমর্থক তথা অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এছাড়াও বহু নেটিজেনরা এই পোস্টটির চরম বিরোধিতা করেছেন।

আরও পড়ুন-ফের বর্ণবিদ্বেষের অভিযোগে উত্তাল আমেরিকা, পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু

ফেসবুকে একটি পোস্টে দীপ্সিতা লিখেছেন, “বিজেমূল একটা মিম বানিয়েছে। আমার আর মীনাক্ষী দি-র ছবির পাশে “কাজের মাসি” লিখেছে।

এখন ওরা কি ভেবে লিখেছে, কেন লিখেছে তার জবাব দেওয়ার কোনো প্রশ্নই নেই। কথা হলো, যে শ্রেণীর লড়াই আমরা লড়ি তাদের সাথে, তাদের দাবীদাওয়ার সাথে মানিয়ে নিতে আমাদের কখনই অসুবিধা হয় না। আমাদের নির্বাচনের সময় মমতা ব্যানার্জী-র মত মিথ্যার বেসাতি করে বলতে হয়না- “আপনার বাড়ির বাসন মেজে দেব”। গৃহপরিচারিকাদের জন্য, লকডাউনে তাদের বেতনের জন্য, তাদের সুরক্ষার প্রশ্নে দাবীদাওয়ার লড়াই বামপন্থীরা করেছে ও করবে।

সব শেষে একটা কথা-
” ওদের জ্বলবে, আমাদের এমনিই চলবে”

বাম সমর্থক শ্রীলেখা লিখেছেন, “ওই সো কলড সেক্সি ননদ, বউদি, দিদি, বোনকে ১ লক্ষ দিয়ে গুণ করে একটা একটা মীনাক্ষী বা দীপ্সিতা তৈরি করুক দেখি তবে মুরোদ বোঝা যাবে। এটাতে আবারও এদের কদর্য রুচির পরিচয় পাওয়া গেল। খেলা হবে আর রগড়ে দেব যাদের ভাষা, তাদের থেকে এছাড়া আর কী হবে?”

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version