Monday, August 25, 2025

নজিরবিহীন! ২৪ ঘণ্টার জন্য মমতার প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

নজিরবিহীন ঘটনা। সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত তৃণমূল (Tmc)নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন কমিশন তাঁকে সতর্ক করেছে, তাঁর মন্তব্য যেন এমন না হয় যার থেকে উত্তেজনা ছড়াতে পারে। নির্দেশের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দলের নেতৃত্ব মতে, আগেই তৃণমূল নেত্রী বলেছিলেন, বিজেপির অঙ্গুলিহেলনে চলছে কমিশন এই ঘটনায় সেটাই আবার প্রমাণ হল।

এর আগে মমতার কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় তার উত্তরও দেন। কিন্তু কমিশন সূত্রে খবর, সেই উত্তর তাদের মতে সম্পূর্ণ নয়। এবং সে উত্তরে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন।

এর পাশাপাশি কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়ার পরেও তিনি তাঁর মন্তব্য থেকে সরে আসেননি। কমিশনের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমস্যা হতে পারে। সেইসব মন্তব্যের প্রেক্ষিতে কমিশনের এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ পাতার চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন-শীতলকুচির ঘটনা পূর্বপরিকল্পিত, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছে বাহিনী: অভিষেক

তবে, এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, “বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে কমিশন। হিটলারি কায়দায় ভোট করাতে চাইছে তারা। দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসুরা গুলি করে দেওয়ার মতো কথা বললেও তাঁদের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় সব ভুল-ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন”। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, “এটি গণতন্ত্রের পক্ষে একটি কালো দিন”।

ইতিমধ্যেই পঞ্চম দফার প্রচারের সময়সীমা একদিন কমিয়েছে কমিশন। এই কারণে তৃণমূল নেত্রী পঞ্চম দফার প্রচারে সময়সীমা আরও কমে গেল বলে মত রাজনৈতিক মহলের।

Advt

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...