পঞ্চম দফার ভোটের আগে ফের উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়া থেকে অস্ত্র কারখানার হদিশ মিলল। রবিবার রাতে তল্লাশি চালিয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র তৈরির অত্যাধুনিক মেশিন ও সরঞ্জামও উদ্ধার করেছে। ভোটে অশান্তি ছড়াতেই এই অস্ত্র মজুত রাখা হচ্ছিল বলে মনে করছে পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে তারা । পলাতক বেশ কয়েকজন।

জানা গেছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়ার কলাবাগান এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখানে তারা একটি অস্ত্র কারখানার হদিশ পায়। সেখান থেকে ২ টি আগ্নেয়াস্ত্র, গুলির খোল এবং আগ্নেয়াস্ত্রের বেশ কয়েকটি কাঠামো পাওয়া গেছে। এছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির অত্যাধুনিক মেশিন ও সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ।
প্রসঙ্গত, শনিবার রাতে ভাটপাড়া থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ তাজা বোমা, গুলি , বোমা তৈরির মশালা ও আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম। যদিও সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রের খবর, ভাটপাড়ার দুই দুষ্কৃতী এই ঘটনায় জড়িত। তাই তাঁদের খোঁজে এলাকায় চিরুণী তল্লাশি চালাচ্ছে পুলিশ।
