Thursday, August 21, 2025

রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কমিশনের নির্দেশ মানলেন নেত্রী, পিছিয়ে দিলেন সভা

Date:

বঙ্গে ভোট শুরু হতেই বিভিন্ন অছিলায় তৃণমূলের উপর বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে কমিশন। কিন্তু রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশনের সকল দাবি মেনে নিয়েছে তৃণমূল নেতৃত্ব। আজ, সোমবার কমিশনের দাবি মেনেই বারাসতের সভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জোড়াফুল শিবির। এই প্রসঙ্গে বারাসত পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘নেত্রীর সভা সোমবার ১২ এপ্রিলের বদলে ১৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় হবে।’’ যদিও বাকি কর্মসূচি একই থাকছে মমতার। সোমবার তিনি আরও তিনটি সভা করবেন রানাঘাট, বসিরহাট ও দমদমে।

সোমবার একইদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করার কথা ছিল। মোদির সভাস্থলের ঢিল ছোড়া দূরত্বেই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। কিন্তু নির্বাচন কমিশন আগেই নির্দেশ দিয়েছিল, তৃণমূল নেত্রীর সভার জন্য বিকল্প দিন খুঁজে নিতে। তাই কমিশনের দাবি মেনেই বারাসতের সভার রদবদলের সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির।
কমিশনের কোনও নির্দেশই লঙ্ঘন করতে চান না তৃণমূল নেত্রী । রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে একাধিকবার গড়রাজি হলেও কমিশনের নির্দেশ মেনে নিয়েছেন নেত্রী। চতুর্থ দফার দিন কেন্দ্রীয় বাহিনীর বুলেটে চারটি তাজা প্রাণ গেছে। খবর পেতেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে ছুটে গিয়েছেন মমতা। কিন্তু সেখানেও তাঁকে যেতে বাঁধা দিয়েছে সেই নির্বাচন কমিশনই। এমনকি ভোট প্রচারের সময়ও কমিয়ে দিয়েছে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version