Sunday, November 9, 2025

রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কমিশনের নির্দেশ মানলেন নেত্রী, পিছিয়ে দিলেন সভা

Date:

বঙ্গে ভোট শুরু হতেই বিভিন্ন অছিলায় তৃণমূলের উপর বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে কমিশন। কিন্তু রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশনের সকল দাবি মেনে নিয়েছে তৃণমূল নেতৃত্ব। আজ, সোমবার কমিশনের দাবি মেনেই বারাসতের সভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জোড়াফুল শিবির। এই প্রসঙ্গে বারাসত পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘নেত্রীর সভা সোমবার ১২ এপ্রিলের বদলে ১৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় হবে।’’ যদিও বাকি কর্মসূচি একই থাকছে মমতার। সোমবার তিনি আরও তিনটি সভা করবেন রানাঘাট, বসিরহাট ও দমদমে।

সোমবার একইদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করার কথা ছিল। মোদির সভাস্থলের ঢিল ছোড়া দূরত্বেই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। কিন্তু নির্বাচন কমিশন আগেই নির্দেশ দিয়েছিল, তৃণমূল নেত্রীর সভার জন্য বিকল্প দিন খুঁজে নিতে। তাই কমিশনের দাবি মেনেই বারাসতের সভার রদবদলের সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির।
কমিশনের কোনও নির্দেশই লঙ্ঘন করতে চান না তৃণমূল নেত্রী । রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে একাধিকবার গড়রাজি হলেও কমিশনের নির্দেশ মেনে নিয়েছেন নেত্রী। চতুর্থ দফার দিন কেন্দ্রীয় বাহিনীর বুলেটে চারটি তাজা প্রাণ গেছে। খবর পেতেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে ছুটে গিয়েছেন মমতা। কিন্তু সেখানেও তাঁকে যেতে বাঁধা দিয়েছে সেই নির্বাচন কমিশনই। এমনকি ভোট প্রচারের সময়ও কমিয়ে দিয়েছে।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version