Friday, January 2, 2026

বাজারে আকাল অথচ বিজেপির পার্টি অফিসে দেদার মিলছে ‘জীবনদায়ী’ রেমডেসিভির

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে দেড় লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। কেন্দ্রের তরফে রফতানি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে করোনার ‘জীবনদায়ী’ ওষুধ রেমডেসিভির। করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতি যতদিন না আয়ত্তে আসছে ততদিন রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু এরই মধ্যে গুজরাতের বিজেপির দলীয় কার্যালয়ে বিনামূল্যে দেদার বিলি হচ্ছে ‘জীবনদায়ী’ এই রেমডেসিভির। অথচ বর্তমানে এই টিকার চাহিদা বাড়ার পাশাপাশি ওষুধের ঘাটতিও দেখা দিয়েছে। তবে কার অনুমতিতে দলীয় কার্যালয় থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে এই ওষুধ? হাতেনাতে পাকড়াও হয়ে রীতিমত অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।  খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে এইনিয়ে সমালোচনার ঝড় উঠেছে।তাঁদের প্রশ্ন কার অথরিটিতে বিজেপির দলীয় কার্যালয়ে এই ওষুধ বিলি চলছে?

গুজরাটের zydus হাসপাতালের সামনে রেমডেসিভির চাহিদা এতটাই যে কেনার জন্য লম্বা লাইন পড়েছে। টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না ওষুধ। কোথাও কোথাও স্টক ফুরিয়ে গেছে বলে হাত উল্টে দিয়েছেন ওষুধের দোকানের কর্তারা। অথচ সেখান থেকে কয়েক পা হাঁটলেই নভসারি এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে রীতিমত চলছে এই ওষুধ বিলি। যেখানে মানুষ অতিমারির হাত থেকে বাঁচতে জীবনদায়ী ওষুধ কিনতে ঘণ্টার পর ঘন্টা ওষুধের দোকানে লাইন দিয়েছেন, চাহিদা থাকলেও ওষুধের যোগান দিতে পারছেন না বহু বিক্রেতা। আর সেখানে কিনা গেরুয়া শিবিরের দলীয় কার্যালয়ে রীতিমত স্টক করা হয়েছে রেমডেসিভির। বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তেই রবিবার গুজরাটের বিজেপির মিডিয়া আহ্বায়ক যজ্ঞেস দাভের সাফাই, “স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সুরাটে বিজেপি রেমডেসিভির ইঞ্জেকশন বিনামূল্যে বিতরণ করছে। এবং রাজ্য বিজেপির সভাপতি সি আর পাটিলের নির্দেশে যতটা পরিমাণে এই ওষুধ পাওয়া যাচ্ছে সেই মত বিতরণ হচ্ছে। গরীব মানুষেরা যাতে কোভিড থেকে বাঁচতে পারে সেই কারণেই এই প্রচেষ্টা”। যদিও বিজেপির এই সাফাই যে সম্পূর্ণ মিথ্যে তা প্রমাণ করেছেন একটি জনপ্রিয় সংবাদপত্রের উচ্চপদস্থ কর্তা। তিনি পালটা জানিয়েছেন, ‘ব্যাক্তিগতভাবে এই ওষুধ কেউ দিতে পারে না। সেই অথরিটি কারোর কাছেই থাকে না।”

Advt

spot_img

Related articles

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...