Saturday, August 23, 2025

পাহাড়ে প্রতিশ্রুতির বন্যা, নাগরিকত্ব নিয়ে গোর্খাদের আশ্বাসের চেষ্টা অমিতের

Date:

পাহাড়ে প্রচারে গিয়ে গোর্খাদের মন পাওয়ার চেষ্টা করলেন অমিত শাহ (Amit Shah)। বুধবার, দার্জিলিঙের (Darjeeling) সভায় উন্নয়নের ভুরিভুরি প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অ-বিজেপিদের মন্তব্য, গত কয়েকটি লোকসভা নির্বাচনে বিজেপিকে (Bjp) ভোট দিয়েছে পাহাড়বাসী। সেই বিজেপি সাংসদরা দার্জিলিং পাহাড়ের উন্নয়নে কী কাজ করেছেন? এমন অবস্থা, যে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পোস্টার সাঁটেন স্থানীয়রা।

অমিত শাহ বলেন, রাজ্যে ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে গোর্খাদের সমস্যার স্থায়ী সমাধান করবে বিজেপি। ১১ গোর্খা জনজাতিকে তফশিলি সম্প্রদায়ের তকমা দেওয়া হবে। প্রসারভারতী, দূরদর্শনে নেপালি ভাষায় সম্প্রচার হবে।

শাহ প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে চা শ্রমিকদের মজুরি বাড়বে। পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। এই কাজগুলি বিজেপি সাংসদরা তা করেননি কেন? তার কোনো ব্যাখ্যা দেননি শাহ।

একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআরসি (Nrc) হলেও গোর্খাদের চিন্তার কোনও কারণ নেই। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এনআরসি নিয়ে দার্জিলিঙে মন্তব্য করতে গেলেন কেন অমিত শাহ? তাহলে কী পরোক্ষভাবে এনআরসি নিয়ে বার্তা দিয়ে রাখলেন! বহুদিন ধরে গোর্খাল্যান্ড নিয়ে দাবি রয়েছে পাহাড়ের একাংশের। সেই প্রতিশ্রুতি দিয়েই এরআগের লোকসভা নির্বাচনগুলি জিতেছে বিজেপি। এবার অবশ্য সেই নিয়ে কোনো কথা বলেননি অমিত শাহ।

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version