Wednesday, August 27, 2025

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ফের সতর্ক করলো নির্বাচন কমিশন (ECI)।
মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ, রাহুল সিনহার পর শুভেন্দুকেও (Suvendu Adhikary) নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন৷ নোটিশ পাঠিয়ে শুভেন্দুকে সতর্ক করেছে কমিশন৷

নন্দীগ্রাম কেন্দ্রে ভোটের প্রচার চলাকালীন ওই কেন্দ্রের বিজেপি ( BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী তৃণমূল (TMC) নেত্রী তথা ওই কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘বেগম’ বলে কটাক্ষ করেছিলেন একাধিকবার। সাম্প্রদায়িক বিদ্বেষমূলক ওই মন্তব্য করার অপরাধে তাঁকে আগেই শোকজ করে কমিশন। গত ৮ এপ্রিল শুভেন্দুকে কমিশনের নোটিশ ধরানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাবও দেন শুভেন্দু৷ শো-কজের জবাবে শুভেন্দু ৯ এপ্রিল জানান, নির্বাচনী আচরণবিধি বা MCC লঙ্ঘন করার কোনও অভিপ্রায় তাঁর নেই। নির্বাচনী প্রচারে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে আক্রমণ করারও কোনও উদ্দেশ্যও তাঁর নেই বলে জবাব দেন শুভেন্দু। আগামীদিনে আরও সতর্ক থাকবেন বলেও জানান তিনি।


কিন্তু শো-কজের ওই জবাবে শুভেন্দু যা বলেছেন, তাতে সন্তুষ্ট না হওয়ার কারনেই এদিনের এই নোটিশ৷ কমিশনের পাঠানো এই নোটিশে বলা হয়েছে, আদর্শ আচরণবিধি বা MCC-র ২ ও ৩ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন শুভেন্দু।
এই কারনেই তাঁকে ফের নোটিশ পাঠিয়ে সতর্ক করলো কমিশন৷ পাশাপাশি কমিশন শুভেন্দুকে নিজের বক্তব্যের ব্যাপারে আরও সতর্ক থাকার বার্তা দিয়েছে বলেই জানা গিয়েছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version