Sunday, August 24, 2025

সিসি ক্যামেরায় শীতলকুচির ‘ঘটনা’ ধরা নেই কেন? কমিশনের অস্বস্তি ঢাকছেন বিজেপি নেতারা

Date:

শীতলকুচি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। নির্বাচন কমিশনের নিরপেক্ষতাই প্রশ্ন চিহ্নের মুখে। ঘটনার কাটা ছেঁড়া করতে গিয়ে বারবার একটাই প্রশ্ন উঠছে, আর সেই প্রশ্নর উত্তর নেই কমিশনের কাছে। কেন্দ্রীয় বাহিনীর গুলি ছোড়ার দৃশ্য কেন সিসি ক্যামেরায় বন্দি হল না? কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও বা তাদের অস্ত্র কেড়ে নেওয়ার দৃশ্যটি কেন সিসি ক্যামেরায় ধরা পড়েনি? এই প্রশ্নের মুখে পড়ে বারবার কমিশন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। ফলে তাদের ঘেরাও তত্ত্ব বা অস্ত্র কেড়ে নেওয়ার যুক্তিকে বেশিরভাগ রাজনীতিক ‘মিথ্যা’ বলতে দ্বিধা করছেন না। একইসঙ্গে ‘ডিলিট’ বা মুছে দেওয়ার তত্ত্বও সামনে চলে আসছে।

আর এখানেই কমিশনের নিরপেক্ষতা প্রশ্ন চিহ্নের মুখে। কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর তত্ত্বকে প্রতিষ্ঠিত করতে নানা যুক্তি ‘সাজানো’ হয়েছে বটে, কিন্তু কমিশনের অন্দরে কান পাতলেই বোঝা যাবে পরিস্থিতি মোটেই ততটা সহজ নয়। কেন? পঞ্চম দফার ভোটের আগে বাহিনীকে কমিশনের স্পষ্ট নির্দেশ, দুমদাম গুলি চালানো নয়। স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ কেন এই নির্দেশ? কমিশনের এক অফিসার নাম প্রকাশ না করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, প্রথম তিন দফার ভোটে কমিশন যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল, চতুর্থ দফায় তা ধুলোয় মিশে গিয়েছে। রাজনৈতিক দলের প্ররোচনা তো থাকবেই। কিন্তু বাহিনীকে সেটা বুঝেই কাজ করতে হবে। ভোটার খুনের অভিযোগ আদালত পর্যন্ত পৌঁছলে এবং কোথাও সামান্য ভিডিও প্রমাণ থাকলেই ‘বেইজ্জত’ হবে কমিশন। কেন্দ্রের শাসক দলের নেতারা বিস্ফোরক মন্তব্য করে আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ায় কমিশনের সুবিধা হলেও, আসলে তারা বারুদের স্তূপের উপর বসে আছে।

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version