Thursday, November 13, 2025

রেকর্ড ছাড়াচ্ছে করোনা সংক্রমণ, রাজ্যে এল চার লক্ষ ভ্যাকসিন

Date:

গতিতে ঝড়ের গতিতে করোনা সংক্রমণ (coronavirus)বাড়ছে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় (kolkata, North and South 24 parganas)। সারাবাংলায় করোনা সংক্রমনের হার গত বছরের রেকর্ড ভেঙেছে। স্বাস্থ্য ভবনের আশঙ্কা সেই ধারা হয়তো আজও অব্যাহত থাকবে । ফলে করোনা সংক্রমনের সংখ্যা লাগামছাড়া হবে।

গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে করোনা আক্রান্তর সংখ্যা ১,১১৫৯। মৃত্যু হয়েছে ৪ জনের। পাশাপাশি দুই ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা যথাক্রমে ১,০৮৭ এবং ২৯৫। উত্তর ২৪ পরগণায় ৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগণায় দু’জন মারা গিয়েছেন। তবে করোনার সংক্রমণ শুধু যে কলকাতা এবং দুই ২৪ পরগনায় সীমাবদ্ধ তা নয়। নদিয়া, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, কোচবিহার, মালদহ থেকেও করোনা সংক্রমনের খবর পাওয়া যাচ্ছে। এদিকে স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে চার লক্ষ ভ্যাকসিন ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার রাতে বা বুধবার সকালের মধ্যে আরও ভ্যাকসিন দিল্লি থেকে পাঠানো হবে। যদিও প্রয়োজনের তুলনায় এই পরিমাণ যথেষ্ট নয় বলে স্বাস্থ্য ভবনের দাবি। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকায় ইতিমধ্যেই হাসপাতালগুলিতে শয্যা সংকট দেখা দিতে শুরু করেছে। গতকালই মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে করোনা নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর পাশাপাশি নার্সিংহোমগুলিকেও জরুরিকালীন ভিত্তিতে বেডের সংখ্যা বাড়াতে এবং বেড তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্যজুড়ে নানা জায়গায় সেফ হোমের সংখ্যাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version