Saturday, August 23, 2025

গতিতে ঝড়ের গতিতে করোনা সংক্রমণ (coronavirus)বাড়ছে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় (kolkata, North and South 24 parganas)। সারাবাংলায় করোনা সংক্রমনের হার গত বছরের রেকর্ড ভেঙেছে। স্বাস্থ্য ভবনের আশঙ্কা সেই ধারা হয়তো আজও অব্যাহত থাকবে । ফলে করোনা সংক্রমনের সংখ্যা লাগামছাড়া হবে।

গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে করোনা আক্রান্তর সংখ্যা ১,১১৫৯। মৃত্যু হয়েছে ৪ জনের। পাশাপাশি দুই ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা যথাক্রমে ১,০৮৭ এবং ২৯৫। উত্তর ২৪ পরগণায় ৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগণায় দু’জন মারা গিয়েছেন। তবে করোনার সংক্রমণ শুধু যে কলকাতা এবং দুই ২৪ পরগনায় সীমাবদ্ধ তা নয়। নদিয়া, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, কোচবিহার, মালদহ থেকেও করোনা সংক্রমনের খবর পাওয়া যাচ্ছে। এদিকে স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে চার লক্ষ ভ্যাকসিন ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার রাতে বা বুধবার সকালের মধ্যে আরও ভ্যাকসিন দিল্লি থেকে পাঠানো হবে। যদিও প্রয়োজনের তুলনায় এই পরিমাণ যথেষ্ট নয় বলে স্বাস্থ্য ভবনের দাবি। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকায় ইতিমধ্যেই হাসপাতালগুলিতে শয্যা সংকট দেখা দিতে শুরু করেছে। গতকালই মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে করোনা নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর পাশাপাশি নার্সিংহোমগুলিকেও জরুরিকালীন ভিত্তিতে বেডের সংখ্যা বাড়াতে এবং বেড তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্যজুড়ে নানা জায়গায় সেফ হোমের সংখ্যাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version