বাতিল CBSE দশম শ্রেণীর পরীক্ষা, দ্বাদশ নিয়ে কী জানাল কেন্দ্র?

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বাতিল হয়ে গেল CBSE দশম শ্রেণীর পরীক্ষা। এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত। পয়লা জুনে রিভিউ বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীর।

আরও পড়ুন-করোনা আক্রান্ত হয়ে সেল্ফ আইসোলেশনে, বঙ্গে আর প্রচারে আসবেন না যোগী

দুপুর ১২ টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। মূলত বৈঠক ছিল বোর্ডের পরীক্ষা নিয়েই। সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেনীর পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল মে মাসের ৪ তারিখ থেকে। কিন্তু আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সিবিএসই দশম শ্রেনীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এবং দ্বাদশ শ্রেনীর পরীক্ষা স্থগিত করা হয়েছে। পয়লা জুনে রিভিউ বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীর।

Advt