করোনা-কারণে রাজ্যের শেষ ৩ দফার ভোট একদিনে করতে পারে কমিশন

করোনা-কারনে সম্ভবত রাজ্যের ষষ্ঠদফা (২২ এপ্রিল, ৪৩ আসন), সপ্তম দফা (২৬ এপ্রিল, ৩৬ আসন) এবং অষ্টম দফার (২৯ এপ্রিল, ৩৫ আসন) ভোট একদিনে করার প্রস্তাব দিতে চলেছে নির্বাচন কমিশন৷

অসমর্থিত সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে আগামী ১৬ এপ্রিল যে সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন, সেই বৈঠকে এই প্রস্তাব দেওয়া হবে কমিশনের তরফে৷ সবক’টি রাজনেতিক দলের সহমতের ভিত্তিতে এই প্রস্তাব গৃহীত হলে রাজ্যের শেষ ৩ দফার ভোট একদিনে, আগামী ২৪ এপ্রিল হতে পারে৷
ফলে, রাজ্যের ভোট দু’দফা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ তেমন হলে শেষ ৩ দফার যথাক্রমে ৪৩ + ৩৫ + ৩৬, মোট ১১৪ আসনের ভোট একইদিনে হবে৷ কমিশন অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বার্তা এখনও দেয়নি৷

আরও পড়ুন- কেন্দ্রের দুমুখো নীতি নিয়ে প্রশ্ন কোর্টের, মহাকুম্ভ মেলায় অনুমতি আর নিজামুদ্দিনে রমজানের নামাজে আপত্তি!

 

Previous articleকেন্দ্রের দুমুখো নীতি নিয়ে প্রশ্ন কোর্টের, মহাকুম্ভ মেলায় অনুমতি আর নিজামুদ্দিনে রমজানের নামাজে আপত্তি!
Next articleহায়দরাবাদের বিরুদ্ধে জয় পেল আরসিবি