Thursday, August 28, 2025

দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে রাণাঘাট উত্তর, রাণাঘাট দক্ষিণ দুই বিধানসভাতে জনসভা করেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। আর কামারহাটিতে দলীয় প্রার্থী মদন মিত্রের (Madan Mirta) সমর্থনে করেন রোড শো। আর সেখান থেকেই দেশে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে রীতিমতো কটাক্ষ করেন অভিষেক। বলেন, ভারতে করোনা বাড়ছে। আর বিদেশে টিকা পাঠাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের মানুষের জন্য মাত্র ১ কোটি টিকা (Vaccine) রেখে বিভিন্ন দেশকে টিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। অথচ সেই টিকা থাকলে দেশে আরো বেশি পরিমাণ টিকাকরণ করা যেত।

আরও পড়ুন-বাংলায় এনআরসি-সিএএ হতে দেব না: উত্তরবঙ্গে প্রচার সভা থেকে ফের আশ্বাস মমতার

অভিষেক বলেন, নোট বন্দির নামে সাধারণ মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়েছিলেন নরেন্দ্র মোদি। আর ভোটে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) রেশনের লাইনে তুলে দেবেন। তিনি বাড়িতে পৌঁছে দেবেন রেশন। তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক।

নদিয়া দুটি জনসভা শেষে তৃণমূল প্রার্থী মদন মিত্রকে নিয়ে কামারহাটি বিধানসভায় জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটাল থেকে ওল্ড নিমতা রোড বটতলা, মণ্ডল পাড়া পর্যন্ত রোড শো করেন অভিষেক। রীতিমতো জনজোয়ার দেখা যায় এই রোড শো-এ। তৃণমূল কর্মী-সমর্থকদের পাশাপাশি পা মেলান স্থানীয় বাসিন্দারাও। অভিষেক বলেন, বিভেদের রাজনীতি করে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রীর আসনে বসেন তিনি ধর্মের ভিত্তিতে কোন ভেদাভেদ করেন না। তিনি সবার মুখ্যমন্ত্রী। অভিষেকের সঙ্গেই কামারহাটির মানুষ আওয়াজ তোলে, “বাংলা নিজের মেয়েকে চায়”।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version