Sunday, November 2, 2025

বাংলায় এনআরসি-সিএএ হতে দেব না: উত্তরবঙ্গে প্রচার সভা থেকে ফের আশ্বাস মমতার

Date:

বাংলায় এনআরসি-সিএএ হতে দেব না-উত্তরবঙ্গে প্রচারে গিয়ে ফের একথা জানালেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, রাত আটটায় তাঁর প্রচারে নিষেধাজ্ঞা ওঠার পরেই দুটি সভা করেন তিনি। এরপর বুধবার, যান উত্তরবঙ্গে। সেখানে প্রথমে শীতলকুচির (Shitalkuchi) নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর উত্তরবঙ্গে দলীয় প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি সভা করেন মমতা। আর সেখান থেকে তৃণমূল নেত্রী বলেন, “বাংলায় কোনভাবেই এনআরসি-সিএএ (Nrc-Caa) হতে দেব না।

মঙ্গলবার, পাহাড়ে প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, এনআরসি হওয়ার এখন কোনও কথা নেই। সেই কথার জবাবে মমতা বলেন, ওরা মিথ্যে কথা বলছে। ইতিমধ্যেই বিল পাস করে বসে আছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, কোন অবস্থাতেই তিনি এ রাজ্যে এইসব চালু হতে দেবেন না। তিনি বলেন, “আমি সব ধর্মের মানুষের পাশে আছি”।

পাহাড়ে উন্নয়ন বিশেষ করে চা বাগান নিয়ে অনেক গালভরা প্রতিশ্রুতি দেন অমিত শাহ। এদিন তার পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চা বাগান নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মোদি-শাহ। তৃণমূল আমলে ‘চা-সুন্দরী’ থেকে শুরু করে যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ হয়েছে তা তুলে ধরেন মমতা।

এদিন করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। একইসঙ্গে অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে এসে রাজ্যে করোনা ছড়াচ্ছে বিজেপি।

আরও পড়ুন:লকডাউনের জেরে আবারও কাজ হারানোর শঙ্কায় মহারাষ্ট্রের শিল্পীরা

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version