Monday, August 25, 2025

বাংলায় এনআরসি-সিএএ হতে দেব না: উত্তরবঙ্গে প্রচার সভা থেকে ফের আশ্বাস মমতার

Date:

বাংলায় এনআরসি-সিএএ হতে দেব না-উত্তরবঙ্গে প্রচারে গিয়ে ফের একথা জানালেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, রাত আটটায় তাঁর প্রচারে নিষেধাজ্ঞা ওঠার পরেই দুটি সভা করেন তিনি। এরপর বুধবার, যান উত্তরবঙ্গে। সেখানে প্রথমে শীতলকুচির (Shitalkuchi) নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর উত্তরবঙ্গে দলীয় প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি সভা করেন মমতা। আর সেখান থেকে তৃণমূল নেত্রী বলেন, “বাংলায় কোনভাবেই এনআরসি-সিএএ (Nrc-Caa) হতে দেব না।

মঙ্গলবার, পাহাড়ে প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, এনআরসি হওয়ার এখন কোনও কথা নেই। সেই কথার জবাবে মমতা বলেন, ওরা মিথ্যে কথা বলছে। ইতিমধ্যেই বিল পাস করে বসে আছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, কোন অবস্থাতেই তিনি এ রাজ্যে এইসব চালু হতে দেবেন না। তিনি বলেন, “আমি সব ধর্মের মানুষের পাশে আছি”।

পাহাড়ে উন্নয়ন বিশেষ করে চা বাগান নিয়ে অনেক গালভরা প্রতিশ্রুতি দেন অমিত শাহ। এদিন তার পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চা বাগান নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মোদি-শাহ। তৃণমূল আমলে ‘চা-সুন্দরী’ থেকে শুরু করে যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ হয়েছে তা তুলে ধরেন মমতা।

এদিন করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। একইসঙ্গে অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে এসে রাজ্যে করোনা ছড়াচ্ছে বিজেপি।

আরও পড়ুন:লকডাউনের জেরে আবারও কাজ হারানোর শঙ্কায় মহারাষ্ট্রের শিল্পীরা

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version