মঙ্গলবার, পাহাড়ে প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, এনআরসি হওয়ার এখন কোনও কথা নেই। সেই কথার জবাবে মমতা বলেন, ওরা মিথ্যে কথা বলছে। ইতিমধ্যেই বিল পাস করে বসে আছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, কোন অবস্থাতেই তিনি এ রাজ্যে এইসব চালু হতে দেবেন না। তিনি বলেন, “আমি সব ধর্মের মানুষের পাশে আছি”।
পাহাড়ে উন্নয়ন বিশেষ করে চা বাগান নিয়ে অনেক গালভরা প্রতিশ্রুতি দেন অমিত শাহ। এদিন তার পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চা বাগান নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মোদি-শাহ। তৃণমূল আমলে ‘চা-সুন্দরী’ থেকে শুরু করে যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ হয়েছে তা তুলে ধরেন মমতা।
এদিন করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। একইসঙ্গে অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে এসে রাজ্যে করোনা ছড়াচ্ছে বিজেপি।
আরও পড়ুন:লকডাউনের জেরে আবারও কাজ হারানোর শঙ্কায় মহারাষ্ট্রের শিল্পীরা