Monday, August 25, 2025

“কান ধরে দিলীপ ঘোষকে বের করে দেওয়া উচিত”, কমিশনকে কড়া পদক্ষেপ আর্জি সেলিমের

Date:

শীতলকুচির ঘটনার পর একের পর এক বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্য রাজ্যে বিতর্ক বাড়িয়েছে। এবার সেই উস্কানি মূলক মন্তব্যের জেরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) তীব্র আক্রমণ করলেন প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম(CPIM) নেতা মহম্মদ সেলিম(MD Salim)। জানিয়ে দিলেন, নির্বাচন কমিশনের উচিত উস্কানিমূলক মন্তব্যের জেরে রাজ্য বিজেপি সভাপতি(BJP President) দিলীপ ঘোষের কান ধরে বের করে দেওয়া‌।

প্রসঙ্গত, শীতলকুচি ঘটনায় উস্কানি মূলক মন্তব্যের জেরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার সকাল ১০টার মধ্যে দিলীপ ঘোষকে জবাব দিতে বলা হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই মঙ্গলবার ধূপগুড়ি ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থীর প্রচারে এসে মহম্মদ সেলিম বলেন, “দিলীপ ঘোষ, সায়ন্তন বসু-সহ বিজেপি নেতারা উসকানিমূলক মন্তব্য করে বেড়াচ্ছেন। যার কারণেই হিংসা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এইসব বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের উচিত কান ধরে দিলীপ ঘোষকে বের করে তাঁর প্রচার বন্ধ করে দেওয়া।”

পাশাপাশি বিজেপি ও তৃণমূলকেও একযোগে আক্রমণ শানিয়ে সেলিম বলেন, “বিজেপি (BJP) এবং তৃণমূল (TMC) উভয় দলই ঘুষখোর, দুর্নীতি, তোলাবাজি এবং সমাজবিরোধী কার্যকলাপ করে বেড়াচ্ছে। ‘খেলা হবে, খেলা হবে’ বলে সন্ত্রাস ছড়াচ্ছে।” পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি আরো বলেন, ৫৬ ইঞ্চির গল্প শোনানো বিজেপি প্রতিশ্রুতি মতো কোনো কাজই করেনি।

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version