Wednesday, May 7, 2025

কেন্দ্রীয় বাহিনী ওপর হামলা হলেই গুলি চলবে। কমিশনের প্রতিনিধি আমার কথাই বলছেন। নিষেধাজ্ঞা উঠতেই ফের হুঙ্কার দিলেন বিজেপি ( bjp) প্রার্থী রাহুল সিনহার(rahul sinha) । তিনি বলেছেন, ‘বিবেক দুবে বলে দিয়েছেন, বাহিনীর ওপর হামলা হলে গুলি চলবে। অর্থাৎ, আমার কথাই বলছেন বিবেক দুবে।  বাহিনীর ওপর হামলা হলে গুলি চালানোই উচিত’।

তৃণমূল (tmc) নেতা তথা প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, নির্বাচন কমিশন  নিষেধাজ্ঞা জারি করার পরও কোথাও তিনি গরু নিয়ে চাষবাস করেছেন, কোথায় দোকানে দোকানে গিয়ে ভোট চেয়েছেন রাহুল সিনহা। এই বিষয়ে কমিশনকে জানিয়েছি। উত্তেজনা ছড়াতেই এই ধরণের কথা বলছেন বিজেপি প্রার্থী। এভাবে তিনি নির্বাচন কমিশনকেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন।
উল্লেখ্য, শীতলকুচির ঘটনায় মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিনহার ভোটের প্রচারে গত মঙ্গলবার  ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা  জারি করেছিল নির্বাচন কমিশন।গত মঙ্গলবার ১২ টা থেকে আজ বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। কেন্দ্রীয় বাহিনীকে উস্কানি ও প্ররোচণামূলক মন্তব্যের কারণেই রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন।সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই বিজেপির এক প্রচার সভায় ভাষণ দিতে গিয়ে ফের হুঙ্কার দেন রাহুল সিনহা।
শীতলকুচিতে গত শনিবার রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট চলাকালে একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। এ ব্যাপারে রাহুল সিনহা বলেছিলেন, চার জন কেন, আট জনকে গুলি করলেও ক্ষতি ছিল না।

আরও পড়ুন:মেয়েদের জন্য স্কুল-কলেজে বিনা খরচায় শিক্ষাদানের ব্যবস্থা করবে বিজেপি, বললেন স্মৃতি ইরানি

Related articles

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...
Exit mobile version