Tuesday, November 4, 2025

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের পুত্র শুভেন্দুর হাত ধরে বিজেপিতে, কৌতূহল চরমে

Date:

তৃণমূল সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একান্ত সচিবের পুত্র তমোঘ্ন ঘোষ বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে৷ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) হাত ধরে এদিন এই যোগদান হয়েছে৷

তমোঘ্ন দীর্ঘদিন ধরেই তৃণমূলের ছাত্র ও যুব ফ্রন্টের সামনের সারির নেতা৷ এই মুহুর্তেও তমোঘ্ন ছিলেন যুব তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) সঙ্গে তমোঘ্ন’র সম্পর্ক খুবই নিবিড়৷ তমোঘ্ন’র বাবা তপন ঘোষ সুদীপের সাংসদ তহবিলের কাজের দায়িত্ব থাকা সহায়ক৷ চলতি ভোটে সুদীপের পরামর্শেই জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তার নির্বাচন পরিচালনার দায়িত্বে৷ তাঁর পুত্র তমোঘ্ন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, অথচ সুদীপবাবু তা আগে জানতেন না, এমন কথা দলের কেউই মানতে রাজি নন৷ অথচ, তমোঘ্নকে ধরে রাখার বিষয়ে সুদীপের ন্যূনতম তৎপরতাও দেখা যায়নি৷ এই দলবদল নিয়ে সুদীপের হাত গুটিয়ে বসে থাকাকে স্বাভাবিক বলে মানতে রাজি নন ঘাসফুল-শিবির৷ সূত্রের খবর, বিজেপির তরফে তমোঘ্নকে কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী করার নিশ্চিত আশ্বাস দেওয়া হয়েছে৷ শুভেন্দুর হাত ধরে তমোঘ্ন’র এই দলবদলে তৃণমূলের কোনও স্তরেই কোনও প্রভাব পড়ছে না বলে উত্তর কলকাতা তৃণমূলের তরফে দাবি করা হয়েছে৷

একুশের ভোট তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই ভোটের ফলাফলের উপর দলের ভবিষ্যত অনেকখানি নির্ভর করছে৷ সেই পরিস্থিতিতে দলের অন্যতম শীর্ষ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যতখানি সক্রিয় থাকা উচিত ছিলো, দলের নেতা-কর্মীরা সেইভাবে এই নেতাকে পাচ্ছে না৷ দীর্ঘদিন ধরেই বিজেপি তথা মোদি- শাহের বিরুদ্ধে পথে নেমে সরব হয়েছে তৃণমূলের সর্বস্তর৷ অথচ ঠিক সেই ভূমিকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এখনও দেখা যায়নি৷ দিল্লির সাংবাদিক মহল তো প্রকাশ্যেই বলে, দলের নির্দেশে মোদি-শাহের বিরুদ্ধে ‘কথা’ বলতে না হলে, সুদীপ বন্দ্যোপাধ্যায় মোদি-শাহের বিরুদ্ধে কখনই কিছুই বলেন না৷ বিজেপির বিরুদ্ধে চট করে মুখ খুলতেই চান না তৃণমূলের এই সাংসদ৷ দিল্লির সাংবাদিকদের এই ধারনা যে অমূলক নয়, তা বোঝা গিয়েছে না রাজ্যের নির্বাচনী প্রচারে সুদীপকে সেইভাবে দেখতে না পাওয়ায়৷ গোটা নির্বাচন প্রক্রিয়ায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গা-ছাড়া মনোভাব, সুদীপবাবুর ঘনিষ্ঠ সহযোগী তপন ঘোষের পুত্র তথা যুব তৃণমূল নেতা তমোঘ্ন’র বিজেপিতে যোগ দেওয়া এবং এ বিষয়ে সুদীপের মুখ না খোলা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরেই নানা প্রশ্ন ভেসে উঠেছে৷

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version